‘বাংলায় আমরা ক্ষমতায় এলে বুঝবেন উন্নয়ন কী’, PoK নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূলকে খোঁচা শাহের

বাংলা হান্ট ডেস্ক : ‘পাক অধিকৃত কাশ্মীর (POK) ভারতের’__সংসদে দাঁড়িয়ে এমনটাই হুঙ্কার অমিত শাহের (Amit Shah)। বিরোধীদের শত বাধা কাটিয়ে লোকসভায় (Lok Sabha) পাস করিয়েই নিলেন জম্মু কাশ্মীর সংশোধনী বিল ২০২৩, এবং জম্মু ও কাশ্মীর স্বীকৃতি বিল ২০২৩। এইদিন লোকসভায় এই দুটি বিল নিয়ে আলোচনা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাথে তুলোধুনো করলেন প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও। শাহের নিশানায় ছিল বাংলাও (West Bengal)।

উল্লেখ্য, POK এখনও পাকিস্তানের দখলে থাকলেও এই অধিকৃত অংশের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় ২৪টি আসন সংরক্ষণ করা হল। অর্থাৎ ভবিষ্যতে কখনও POK ভারতের দখলে আসলে সেখান থেকে ২৪ টি আসন থাকবে জম্মু ও কাশ্মীর বিধানসভায়। সেই সাথে কাশ্মীর থেকে বিতাড়িত সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের কথাও বলেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, বিতাড়িত সম্প্রদায়ের জন্য ২ টি আসন সংরক্ষিত থাকবে।

এছাড়াও যারা POK থেকে পালিয়ে এসেছিলেন তাদের জন্য ১ টি আসন সংরক্ষিত থাকবে। এখানেই শেষ নয়। এইদিন সংসদ ভবনে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, তফসিলি জাতি ও উপজাতির জন্য ৯টি আসন সংরক্ষণ করা হয়েছে। সেই সাথে জম্মুর আসন সংখ্যা ৩৭ থেকে বাড়িয়ে ৪৭ করা হয়েছে এবং কাশ্মীরের আসন সংখ্যা ৪৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭। অমিত শাহের কথায়, বিগত ৭০ বছর ধরে যে মানুষরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে তাদের ন্যায় বিচার দেবে এই বিল।

আরও পড়ুন : ফের আগুনের করাল গ্রাসে ভারতীয় রেল! ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

এরপরেই আগামী লোকসভা নির্বাচনের জয় নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ বলেন, ২০২৬ এর মধ্যে জম্মু-কাশ্মীর পুরোপুরি সন্ত্রাসবাদ-মুক্ত হবে। তবে সেইসময় চুপ থাকেনি তৃণমূলও। লোকসভায় বিল নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন সৌগত রায়। তার জবাবে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘’বাংলায় আমাদের দলের সরকার ক্ষমতায় এলে বুঝতে পারবেন উন্নয়ন কী ভাবে করতে হয়, তার আগে বুঝতে পারবেন না জম্মু-কাশ্মীরের উন্নয়ন কী ভাবে হয়েছে।’

আরও পড়ুন : এবার কি POK দখল? পাস হয়ে গেল বিল, জরুরী বৈঠকে বসতে চলেছেন মোদী-অমিত শাহ

union home minister amit shah speaks in the lok sabha during the winter session of parliament in ne

এরপরেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের একটাই কথা, বাংলাকে কেন্দ্র করে যে ঘৃণ্য অপচেষ্টার চেষ্টা চলছে তা বাংলার মানুষ সঠিক জবাব দেবে। আজকেও অমিত শাহ জম্মু কাশ্মীর বলতে গিয়ে বাংলার কথা বললেন। সবকিছু করেও সবকিছু জয় করেও বাংলা ভুলতে পারছেনা। যত বেশি এসব করবে বাংলার মানুষ তত এদের বর্জন করবে। এদের সংখ্যা একদিকে ৪২ এও শূন্য হবে, ২৯৪ এও শূন্য হবে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর