বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয়ার রাতে কলকাতায় হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চতুর্থীর দিন সকালে তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করেন। এদিন মঞ্চে দাঁড়িয়ে ফের একবার বাংলাকে “সোনার বাংলা” গড়ার ডাক দিলেন শাহ। তাঁর ভাষণে উঠে এল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বাংলা ভাষার প্রসঙ্গ।
‘সোনার বাংলা’ গড়ে তোলার বার্তা দিলেন অমিত শাহ (Amit Shah)
বিজেপি নেতা সজল ঘোষের আয়োজিত এই পুজো মণ্ডপে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ (Amit Shah) বলেন, “মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছি যাতে নির্বাচনের পর বাংলায় এমন সরকার আসে যা রাজ্যকে শান্ত, সুন্দর এবং সুরক্ষিত ‘সোনার বাংলা’ গড়ে তুলতে পারে।” অমিত শাহের দাবি, কবিগুরুর কল্পনার সেই বাংলাই গড়ে তুলতে চায় বিজেপি।
অমিত শাহ (Amit Shah) তাঁর বক্তৃতায় বিশেষভাবে উল্লেখ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররের কথা। তিনি বলেন, ব্রিটিশ আমলে দাঁড়িয়ে শিক্ষার প্রসারে তাঁর অবদান কোনওদিন ভোলার নয়। মহিলাদের শিক্ষা থেকে শুরু করে বাংলা ভাষা ও সংস্কৃতিকে শক্ত ভিত দেওয়ার জন্য তিনি সারাজীবন লড়াই করেছেন। দলের তরফে তাঁকে শ্রদ্ধা জানানোর কথাও বলেন শাহ। এছাড়া শহরে ভারী বৃষ্টির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে ১০ জন প্রাণ হারিয়েছেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পাল্টা আক্রমণ অভিষেকের
এদিনই বিদ্যাসাগরের জন্মদিনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে যান। কয়েক বছর আগে কলেজে হামলার ঘটনায় ভেঙে যাওয়া বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। সেই মুহূর্তে অমিত শাহকে (Amit Shah) নিশানা করে অভিষেক বলেন, “এই মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহর নেতৃত্বেই। তাঁর নাম নেওয়ার আগে ক্ষমা চাওয়া উচিত।”
অভিষেকের অভিযোগ, বিদ্যাসাগরের সংগ্রাম বা সংস্কৃতি সম্পর্কে বিজেপির কোনও ধারণাই নেই। তাই তাঁর মূর্তি ভেঙেছিল। তিনি বলেন, “যারা মূর্তি ভাঙার সঙ্গে জড়িত, তারা এখনও বিজেপিতেই আছে। কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বিজেপিকে আমরা বাংলা-বিরোধী বলি।”
অভিষেক এদিন বৃষ্টির দুর্যোগ সামলানোর প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর কথায়, “আজ যারা বাংলায় এসে পুজো উদ্বোধন করছে, তারা দিব্যি এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাচ্ছে। কারণ দুদিনের মধ্যেই শহরে সব স্বাভাবিক হয়েছে। এটাই তৃণমূল সরকারের কাজ।”
আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট
প্রসঙ্গত , আজ অমিত শাহ (Amit Shah) শুক্রবার কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে বিজেপি-সমর্থিত একটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো উদ্বোধন এবং অন্যদিকে বিদ্যাসাগর কলেজের মঞ্চ থেকেই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিষেকের আক্রমণে দুর্গাপুজোর আবহেই বাংলায় রাজনৈতিক সংঘাত স্পষ্ট হয়ে উঠল।