বাংলা হান্ট ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটেছে, চলে এসেছে গোটা পশ্চিমবাংলাবাসীর প্রাণের উৎসব দুর্গা পুজো। প্রতিবারের মত এবারেও জৌলুসের সাথে সেজে উঠেছে কলকাতা। শহরে নতুন আমেজ আনতে আগামীকাল দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। খবর রয়েছে যে শহরের বেশ কিছু দুর্গা পুজো উদ্বোধন করবেন তিনি। তার মধ্যে রয়েছে সল্টলেকের BJ ব্লকের পুজো।
কিন্তু এবার প্রশ্ন উঠেছে যে অমিত শাহ BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবেই পুজো উদ্বোধন করবেন? না কি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। এ বিষয় নিয়ে পুজো কমিটির অন্দরেই তৈরি হয়েছিল সমস্যা। সল্টলেকের এই BJ ব্লকের পুজো BJP-র রাজ্য কমিটির সদস্য উমাশংকর ঘোষদস্তিদারের পুজো হিসেবেই সকলে চেনে। যথারীতি উমাশঙ্কর চেয়েছিলেন যে তার BJ ব্লকের পুজোতে অমিত শাহ BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবেই পুজো উদ্বোধন করুক।
কিন্তু এখানেই তৈরি হয় সমস্যা, পুজো উদ্যোক্তাদের অনেকেই মনে করেছিলেন অমিত শাহ পুজো উদ্বোধন করুক কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে অসম্মতির পর শেষমেষ ঠিক করা হয় যে অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই উদ্বোধন করবেন BJ ব্লকের পুজো। পুজোতে আমন্ত্রিত থাকবেন সুজিত বসু ও কৃষ্ণা চক্রবর্তীও।
সম্প্রতি উমাশংকর বাবু পুজো উদ্যোক্তাদের মধ্যে মনোমালিন্যর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিটে গেছে। ১ অক্টোবর সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই তিনি পুজো উদ্বোধন করবেন। ইতিমধ্যে কার্ড ছাপানো হয়ে গেছে।”
উল্লেখ্য, অমিত শাহের অফিসে কলকাতা ও শহরতলির মোট সাতটি পুজোর তালিকা পাঠানো হয়েছিল। গতকাল সেখান থেকে চিঠি এসে পৌঁছেছে BJP-র রাজ্য দপ্তরে। আগামীকাল রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। উদ্বোধন করবেন মাত্র একটি পুজোর।