বাংলা হান্ট ডেস্কঃ আচমকাই পশ্চিমবঙ্গ সফর বাতিল হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। দিল্লীতে বিস্ফোরণের কারণে সুরক্ষার জন্য শেষ মুহূর্তে সভা বাতিল হয় অমিত শাহের। তিনি যদি গতকাল কলকাতায় আসতেন, তাহলে আজ ঠাকুরনগরে একটি সভা করতেন। বনগাঁর ঠাকুরনগরে মতুয়াদের বার্তা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। বিগত কয়েকদিন ধরে এই নিয়ে জোর প্রস্তুতি চলছিল সেখানে। কিন্তু আচমকাই ওনার সফর বাতিল হওয়ার পর মতুয়াদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এছাড়াও তাঁদের মধ্যে ক্ষোভেরও সঞ্চার হয়।
আজ মতুয়াদের মাঝে থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বার্তা দেওয়ার কথা ছিল অমিত শাহের। কিন্তু আজ তা সম্ভব হল না। আইনটি প্রায় এক বছর হতে চলল পাশ হয়েছে, কিন্তু এখনো কার্যকর হয়নি। এর আগে বিজেপির নেতারা ইঙ্গিত দিয়েছিলেন যে, বঙ্গে ভটের আগে আর এই আইন কার্যকর হবে না। অমিত শাহ এই আইন নিয়ে কি বলেন, এই আইনের ফলে মতুয়াদের কতটা সুবিধা হতে পারে, সেসবের উত্তর পাওয়ার আশায় ছিল মতুয়া সম্প্রদায়। কিন্তু শেষ মুহূর্তে অমিত শাহের সফর বাতিল হওয়ায় সেই উত্তর পাওয়া গেল না।
অমিত শাহের সভা বাতিল হওয়ার পর মতুয়াদের মধ্যে ক্ষোভ দেখে তড়িঘড়ি বিকল্প পথ ভাবছে বিজেপি। গেরুয়া শিবিরের সুত্রের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বনগাঁর ঠাকুরনগরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের মুখেও একই কথা শোনা যায়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা আজ ঠাকুরনগরে এসে উপস্থিত হয়েছেন। তাঁদের আশা ছিল অমিত শাহের কাছ থেকে তাঁরা নিজেদের নাগরিকত্ব নিয়ে সুখবর শুনবেন। কিন্তু তা হল না। মঞ্চ, হেলিপ্যাড সব তৈরি হয়ে গেলেও আসছেন না অমিত শাহ। এর বদলে আজ ঠাকুরনগরে সভা করবেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী এবং কৈলাস বিজয়বর্গীয়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার