বাংলা হান্ট ডেস্কঃ এদিন দিল্লিতে বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাপ্ত খবর অনুযায়ী, রামপুরহাট কিলিং সহ একাধিক ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। নিজেই ট্যুইট করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানান রাজ্যপাল।
https://twitter.com/jdhankhar1/status/1508356458169389056
উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর আর্জি জানান তৃণমূলের সাংসদরা। সেদিন তৃণমূলের প্রতিনিধি দল রামপুরহাট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি রিপোর্টও জমা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, রাজ্যপাল পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছেন। এমন নজির কোনও রাজ্যেই দেখা যায় না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নিতে পারছেন না তিনি। আর এই কারণে ওনাকে সরানোর আর্জি জানিয়েছি।
অন্যদিকে, এই বৈঠক চলাকালীন পশ্চিমবঙ্গের বিধানসভায় তুলকালাম কাণ্ড ঘটে। বিধানসভায় বিরোধী দল বিজেপি আর তৃণমূলের বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়। তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার অভিযোগ করে বলেছেন যে, শুভেন্দু অধিকারী মেরে তার নাক ফাটিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিজেপির অভিযোগ, রামপুরহাট কাণ্ড নিয়ে সরব হতে তাদের উপর হামলা হয় এমনকি বিজেপি এও অভিযোগ করেছে যে, সাদা পোষাকে পুলিশ ঢুকিয়ে তাদের বিধায়কদের মারধর করা হয়। গোটা ঘটনায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার।
তবে, এখনও এটা জানা যায়নি যে, এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কী না রাজ্যপালের। তবে, রাজ্যপাল আর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক নিয়ে রহস্য বাড়ছে।