বিবেকানন্দের জন্মদিনে রাজ্যে ‘শাহি ঝড়’, কে যোগ দেবেন বিজেপিতে? তুঙ্গে জল্পনা

লক্ষ্য বাংলা, তাই বারে বারেই রাজ্য সফরে আসছেন বিজেপির (bjp) হেভিওয়েটরা। জেপি নাড্ডার (J P Nadda) পরেই অমিত শাহ (amit Shah) এর বাংলায় আসা প্রমাণ করে দিয়েছে বাংলা জয়কে কতখানি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। এবার ফের একবার বাংলায় আসতে চলেছেন অমিত শাহ। আর সেই শাহি সভায় তৃণমূলের নতুন কোনো নেতা মন্ত্রীকে দেখা যায় কিনা তা নিয়েই চর্চা শুরু হয়ে গিয়েছে।

amit shah 12 1

 

বাংলা জয়ের লক্ষ্যে নিজেদের পথ আরো মসৃণ করতে বাংলার মনিষীদের হাতিয়ার করেছে বিজেপি। গত সফরে মেদিনীপুরে ক্ষুদিরাম বসুর বাড়ি গিয়েছিলেন তিনি। এবার বাংলায় আসার দিন ঠিক হলো ১২ জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিনে। যদিও গত সফরেও উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে পৌঁছে যান অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে চা পানের জন্য অনুরোধ করেন সেখানকার মহারাজরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসার উপলক্ষে সেখানে স্বামী বিবেকানন্দর মূর্তি সাজানো হয়েছিল ফুল মালা দিয়ে। অমিত শাহর কাটআউট লাগানো হয়েছিল গোটা এলাকা জুড়েই। স্বামীজির মূর্তিতে মালা পরিয়ে তাঁর জন্মস্থান ঘুরে দেখেছেন অমিত শাহ।

যদিও বিবেকানন্দের জন্মদিনে বাংলায় আসার পাশাপাশি আরো একটি চর্চা তুঙ্গে বাংলার রাজনীতিতে। গতবার এসে মমতার বিশ্বস্ত সৈনিক শুভেন্দু সহ আরো বেশ কিছু বিধায়ককে দলে যুক্ত করেছেন তিনি। ১২ জানুয়ারি ডুমুরজলার সভায় কে যাচ্ছেম বিজেপিতে, জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

অন্যদিকে, অমিত শাহের বোলপুরে রোড শো এর পর ক্ষমতা প্রদর্শনে সেখানে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই সভায় আড়াই লাখ জনতার ভিড়ের দাবি ইতিমধ্যেই করেছেন অনুব্রত মন্ডল।


সম্পর্কিত খবর