বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে শাসক থেকে বিরোধী সব পক্ষের প্রস্তুতি তুঙ্গে। সব ঠিক থাকলে আগামী বছর শুরুর দিকেই রাজ্যে ভোট। এই আবহে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। যা নিয়ে আরও উত্তপ্ত পরিস্থিতি। সবমিলিয়ে রাজ্য-রাজনীতির পারদ চড়ছে। এরই মধ্যে ২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপির মুখ কে হতে চলেছেন সেই বিষয়ে বড় বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
কি বললেন অমিত শাহ? Amit Shah
নিউজ১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় বাংলায় কি মোদিকেই মুখ করে অর্থাৎ প্রধানমন্ত্রীকে সামনে রেখে বিজেপি লড়াই করবে না কি অন্য কাউকে সামনে রেখে নির্বাচনে লড়বে? এই নিয়েই জবাব দেন অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সবাই এখন বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত, বাংলার নির্বাচন এলে তখন বাংলার কথা ভাবা যাবে”। স্পষ্টভাবে বাংলায় গেরুয়া শিবিরের মুখ নিয়ে শাহ কিছু না বললেও বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী শাহ বলেন, “এবারের ভোটে বিজেপি বাংলায় অবশ্যই জিতবে”।
তিনি বলেন, “বাংলায় বিজেপি ৪টি আসন থেকে ৭৭টি আসন পেয়েছে। শতাব্দীপ্রাচীন কংগ্রেস শূন্য , আবার ৩৪ বছর রাজত্ব করা সিপিএমও শূন্য। বিজেপি ইতিমধ্যেই বাংলায় জমি তৈরী করেছে। এবারের বিধানসভা ভোটে বিজেপি বাংলায় অবশ্যই জিতবে।”

আরও পড়ুন: আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, আর কতদিন চলবে দুর্যোগ? উত্তরবঙ্গ নিয়ে ‘খারাপ খবর’ দিল আবহাওয়া দপ্তর
উল্লেখ্য, ২০২৫-এ অর্থাৎ চলতি বছরেই বিহারে ভোট। আর হাতে মাত্র কটা দিন। আগামী বৃহস্পতিবার বিহারে নির্বাচন। ইতিমধ্যেই সেই রাজ্যে এসআইআর হয়েছে। বিহারে দুই দফায় ভোট রয়েছে আগামী ৬ এবং ১১ নভেম্বর। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। এই আবহে বাংলার প্রশ্ন তুলতে বিহার নিয়ে ব্যস্ততার কথাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী।













