বাংলা হান্ট ডেস্ক ঃ ২০১৯ এর লোকসভায় দ্বিতীয় বার ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক চমক দিয়েই যাচ্ছেন ভারতে বাসীকে। এবার এনআরসি প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।
প্রসঙ্গত আগামী ৩১শে আগস্ট অসমের জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই গত মঙ্গলবার এই বিষয় একটি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এনআরসি প্রসঙ্গে মানুষকে আশ্বাস দিয়ে অমিত শাহ বলেন, “এনআরসিতে তাদের নাম নেই তাদের ঘাবড়ানোর কিছু নেই। তারা যাতে আপিল করতে পারেন তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। তারা বিদেশি ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন।” যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অসমের এনআরসির আর পুনর্মূল্যায়ন করা যাবেনা।