বিজেপি জিতলে কে হবে বাংলার মুখ্যমন্ত্রী? সাফসাফ জানিয়ে দিলেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ ২৭ মার্চ থেকে শুরু হয়েছে রাজ্যে ভোট উৎসব। আগামী ২ মে ভোট গণনা দিয়ে শেষ হবে এই উৎসব। কে জিতবে, কে হারবে সেটা ওই দিনই জানা যাবে। তবে তাঁর আগে সব দলই বাংলার ক্ষমতায় আসার দাবি করছে। বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসার দাবি করছে। কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? সেটা নিয়ে এখনও হাজারো জল্পনা রয়েছে।

Even if you lose your voter card, you can still vote

আরেকদিকে, বিজেপিকে বহিরাগত দল এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত আখ্যা দিয়ে বাংলায় বাজিমাত করার প্রচেষ্টায় আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কিছু কিছু জায়গায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে বহিরাগত তকমা লেগেছে। বিশেষ করে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে ওনার নাম ঘোষণা হওয়ার পর নন্দীগ্রাম কেন্দ্রের একাধিক জায়গায় মমতাকে বহিরাগত আখ্যা দিয়ে চাঞ্চল্যকর পোস্টার পড়েছিল।

31THMAMTABANERJEE

তবে বিজেপিও তাঁদের কাঁধ থেকে বহিরাগত তকমা মোছার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছিলেন যে, বিজেপি জিতলে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও ভূমিপুত্রই হবেন। আর এবার রবিবার রাতেও সেই একই কথা বললেন তিনি। কর্মীসভা থেকে অমিত শাহ সাফসাফ বলে দেন যে, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী কোনও ভূমিপুত্রই হবেন।

amitshah 1551423601 1568807430 1570252765 1604111161 1613043865

রবিবার কামারহাটিতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবে।” তিনি বলেন, ‘২ মে ঐতিহাসিক জয় হাসিল করে বিজেপি বাংলায় প্রথমবার ক্ষমতায় আসবে আর সোনার বাংলা গড়ার জন্য বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।”


Koushik Dutta

সম্পর্কিত খবর