“আপনার পাকিস্তানের সঙ্গে কথা হয়?”, লোকসভায় অখিলেশকে প্রশ্ন অমিত শাহের, বিরোধীদের দিলেন জবাব

Published on:

Published on:

Amit Shah responds to opposition in Lok Sabha.

বাংলা হান্ট ডেস্ক: লোকসভায় অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, পহেলগাঁও-তে নিরীহ নাগরিকদের হত্যাকারী ৩ জঙ্গিকে গত সোমবার “অপারেশন মহাদেব”-এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি সংসদে বলেন যে, জঙ্গিদের নিকেশ করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী একটি যৌথ অভিযান শুরু করে এবং বিভিন্ন স্তরে মৃত সন্ত্রাসবাদীদের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।

কী জানিয়েছেন অমিত শাহ (Amit Shah):

অখিলেশ ও অমিত শাহের মধ্যে বিতর্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন যে, জঙ্গিদের খুঁজে বের করার জন্য এক মাসেরও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তার পরে ২২ জুলাই সেন্সরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। তিনি বলেন, সোমবার সম্পন্ন হওয়া অভিযানে ৩ জঙ্গি সুলেমান, আফজান এবং জিবরান নিকেশ হয়েছে। এনকাউন্টারের পর, সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার করা রাইফেলের কার্তুজের FSL রিপোর্ট এবং ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের সাহায্যে সন্ত্রাসবাদীদের শনাক্তকরণ করা হয়েছে।

লোকসভায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন যে, অপারেশন সিঁদুর শুরু করে প্রধানমন্ত্রী মোদী পহেলগাঁও-তে সন্ত্রাসবাদীদের পাঠানোর মাথাদের ধ্বংস করেছেন এবং এখন সেনাবাহিনী অপারেশন মহাদেবের অধীনে সেই জঙ্গিদের নির্মূল করেছে। এদিকে, অমিত শাহের বক্তব্য চলাকালীন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব স্বরাষ্ট্রমন্ত্রীকে বাধা দিয়ে বলেন যে, আসল মাথা তো পাকিস্তান। যার জবাবে অমিত শাহ বলেন, “আপনি কি পাকিস্তানের সঙ্গে কথা বলেন?”

“সন্ত্রাসবাদীদের ধর্ম দেখে দুঃখ পাবেন না”: এরপর লোকসভায় হট্টগোল শুরু হয় এবং সমস্ত সমাজবাদী পার্টির সাংসদরা তাঁদের আসন থেকে উঠে দাঁড়ান। কিন্তু স্পিকার ওম বিড়লা অমিত শাহকে তাঁর বক্তব্য শেষ করতে বলেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) আরও বলেন, “আমি আশা করেছিলাম যে সন্ত্রাসবাদীদের নির্মূলের তথ্য পেয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের সকল সাংসদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাবে। কিন্তু বিরোধী সাংসদের মুখ কালো হয়ে গেছে। সন্ত্রাসবাদীদের হত্যার পরেও তাঁরা খুশি নন।”

এরপর, আবারও অমিত শাহের (Amit Shah) বক্তৃতার মাঝখানে অখিলেশ যাদব বাধা দেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে “অখিলেশজি, সন্ত্রাসবাদীদের ধর্ম দেখে আপনার দুঃখ পাওয়া উচিত নয়।” অমিত শাহ জানান, “৬ জন বিজ্ঞানী এই রিপোর্ট নিশ্চিত করেছেন এবং আমাকে জানিয়েছে যে জঙ্গিদের কাছ থেকে পাওয়া গুলির সঙ্গে পহেলগাঁও-তে ছোঁড়া গুলির ১০০ শতাংশ মিল পাওয়া গেছে।”

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ড্র হলে কে পাবে ট্রফি? রয়েছে অবাক করা নিয়ম

অমিত শাহ (Amit Shah) আরও জানান যে, “পহেলগাঁও হামলার পর আমি সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলাম। ৬ দিনের বিবাহিত একটি মেয়ে সেখানে বিধবা হয়ে দাঁড়িয়ে ছিল, আমি আমার জীবনে সেই দৃশ্যটি কখনও ভুলতে পারি না। কিন্তু আজ আমি তাঁদের পরিবারকে বলতে চাই যে, মোদীজি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের যারা পাঠিয়েছিল তাদের নিকেশ করেছেন এবং আমাদের নিরাপত্তা বাহিনীও সেই জঙ্গিদের হত্যা করেছে। আমরা তাদের এমন শিক্ষা দিয়েছি যে আগামী দিন কেউ এমন কাজ করার সাহস করবে না।”

আরও পড়ুন: “জঙ্গিরা টুরিস্টদের রেসপেক্ট করে”, পাহেলগাঁও হামলা নিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের

বিরোধীদের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী: এদিকে, বিরোধীদের প্রশ্নের উত্তরে অমিত শাহ (Amit Shah) বলেন, “বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীরা কোথা থেকে এসেছিল এবং কীভাবে তারা পালিয়েছিল? আমি বলতে চাই যে আমরা সরকারে আছি, দায়িত্ব আমাদের। কিন্তু একই সঙ্গে আমি জিজ্ঞাসা করি যে আপনারা যখন সরকারে ছিলেন, তখন কেন দায়িত্ব নেননি।” এরপর অমিত শাহ কংগ্রেস সরকারের আমলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দাউদ ইব্রাহিম থেকে শুরু করে সৈয়দ সালাউদ্দিন, টাইগার মেমনের মতো একাধিক সন্ত্রাসবাদীর নাম উল্লেখ করে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “পহেলগাঁও-তে যারা হামলা করেছিল তাদের আমাদের সেনাবাহিনী হত্যা করেছে, আপনারা কী করলেন?”