বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা আর তারপরেই গোটা দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। তার পূর্বে এই নির্বাচনে জিততে মরিয়া কেন্দ্র এবং বিরোধী দুই পক্ষই। একদিকে যখন বিরোধীরা ক্রমশ বিজেপি (BJP) সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে, তো অপরদিকে তাদের সকল পরিকল্পনাকর মাত দিয়ে চলেছে মোদী-শাহ জুটি। তবে বর্তমানে যে প্রশ্নটি গোটা দেশবাসী মাঝে ঘুরে চলেছে, তা হলো ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি দলের তরফ থেকে প্রধানমন্ত্রী পদে কাকে প্রার্থী করা হতে চলেছে? অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহের বার্তা, “২০২৪ সালে নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এত পূর্বে তাঁর এই ঘোষণা দেশের রাজনীতিতে বেশ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা শুরু হতে থাকে। একাধিক মহল দাবি করে যে, পুনরায় একবার বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে পদপ্রার্থী করা হতে চলেছে। আবার অপরদিকে উত্তর প্রদেশে বিপুল পরিমাণ ভোটে বিজেপির জয় লাভের পরেই অনেকের ধারণা বদলায়। পরবর্তীতে বেশ কয়েকটি সূত্র দাবি করে যে, নরেন্দ্র মোদীর স্থানে সম্ভবত যোগী আদিত্যনাথকে দাঁড় করানো হতে চলেছে। তবে অবশেষে সকল জল্পনার অবসান ঘটালেন অমিত শাহ।
গত রবিবার পাটনাতে বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে নরেন্দ্র মোদী প্রসঙ্গে মন্তব্য করার পাশাপাশি বিজেপি এবং নীতীশ কুমারের জেডিইউয়ের পারস্পরিক সম্পর্ক প্রসঙ্গে মত প্রকাশ করেন তিনি। শাহ জানান, “আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এবং JDU একসঙ্গে লড়াই করবে।” অমিত শাহের বক্তব্যকে আরও অগ্রসর করে বিজেপি নেতা অরুণ সিং বলেন, “২০২৪ লোকসভা এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনেও বিজেপি এবং জেডিইউ একসঙ্গে লড়বে। লোকসভা নির্বাচনে আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই চালাবো।”
উল্লেখ্য, আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশজুড়ে “অমৃত মহোৎসব’ পালন করতে চলেছে কেন্দ্র। সেই উপলক্ষ্যে পাটনায় এক কাশ্মীরি মহিলার তৈরি করা জাতীয় পতাকা বিতরণ করা হয় সকলের মধ্যে। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “এ বছর দেশের প্রতিটি প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে গোটা দেশ সুরক্ষিত রয়েছে।”