‘বিহারে হয়েছে, বাংলাতেও হবে SIR’, মমতার হুঁশিয়ারির পর সাফ জানিয়ে দিলেন অমিত শাহ

Updated on:

Updated on:

Amit Shah says SIR will be implemented in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR হবে কি না, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। জাতীয় নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপে সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে বিজেপিকে লাগাতার আক্রমণ করে চলেছে। এই উত্তপ্ত রাজনৈতিক আবহে এবার সরাসরি মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলার SIR প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বিহারের উদাহরণ টেনে কার্যত জানিয়ে দিলেন যে নির্বাচনের আগে বিশেষ নিবিড় সমীক্ষা হবেই।

মমতার হুশিয়ারি পাল্টা জবাব দিলেন শাহ (Amit Shah)

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, “SIR-কে হাতিয়ার করে NRC করার চক্রান্ত চলছে।” শাহের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে মানুষ ছেড়ে কথা বলবে না।” মমতার এই হুঁশিয়ারির জবাবেই এবার পালটা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

অমিত শাহ বলেন, “বিহারে অনেকে একই কথা বলেছিলেন। কিন্তু সেখানে সবাই নথি জমা দিয়েছেন, এবং নির্বাচনও হবে। বাংলাতেও তাই হবে।” তাঁর এই মন্তব্যে কার্যত স্পষ্ট যে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে SIR প্রক্রিয়া শুরু করতেই চলেছে নির্বাচন কমিশন।

এই ইস্যুতে কংগ্রেসকেও রেহাই দেননি শাহ (Amit Shah)। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে তিনি বলেন, “দেশে এই প্রথম এসআইআর হচ্ছে না। ১৯৫৩ সালে এটা শুরু হয়। অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুরমার বাবার সময়ে হয়েছে, তাঁর ঠাকুরমার সময়ে হয়েছে, তাঁর বাবার ও মায়ের সময়েও হয়েছে। হয়তো কেউ রাহুলকে এই সত্যিটা বলেননি।”

শাহের (Amit Shah) মতে, ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখার জন্য SIR প্রক্রিয়া অপরিহার্য। তিনি ব্যাখ্যা করেন, “১০, ১২ কিংবা ১৭ বছর পর অনেক ভোটারের মৃত্যু হয়েছে, কেউ কেউ কাজের কারণে অন্যত্র চলে গিয়েছেন। তাঁদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে। তাই সংশোধন প্রক্রিয়া প্রয়োজন।”

Amit Shah says SIR will be implemented in Bengal

আরও পড়ুনঃ মহামেডানের ইনভেস্টর সঙ্কট! ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ক্লাব কর্তারা

SIR ঘিরে বিরোধীদের সরব হওয়ার কারণ নিয়েও মন্তব্য করেন অমিত শাহ (Amit Shah)। তিনি দাবি জনিয়ে বলেন, “ভোটব্যাঙ্কে প্রভাব পড়বে বলেই বিরোধীরা বিরোধিতা করছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে।” তিনি আরও বলেন, “SIR প্রক্রিয়ার লক্ষ্যই হল অনুপ্রবেশকারী, মৃত ভোটার এবং স্থানান্তরিত নাগরিকদের নাম বাদ দেওয়া। নির্বাচনী জালিয়াতি রোধে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”