বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারী দেশে নির্বাচনী প্রচারের রুপরেখা বদলে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) বিহারের পর আজ পশ্চিমবঙ্গে (West Bengal) বিজেপির নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। এই প্রচার বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আগামী বছর এই বাংলায় বিধানসভার নির্বাচন হবে। আর বিজেপি নির্বাচনে জয়ের লক্ষ্যে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে।
অমিত শাহ আলাদা-আলাদা মিডিয়া প্ল্যাটফর্মে সকাল ১১ টা থেকে বিজেপি কর্মী, সমর্থক এবং বাংলার জনতার সামনে নিজের বক্তব্য পেশ করবেন। রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এই র্যালি গোটা রাজ্যেরা রাজনৈতিক চিত্র বদলে দেবে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এটাই আমাদের প্রথম জনসভা। আর আমরা এই জনসভায় সর্বাধিক মানুষকে যুক্ত করে ওয়ার্ল্ড রেকর্ড বানাতে চলেছি।”
বিজেপি বিহারে ভার্চুয়াল র্যালিকে (virtual rally) সফল করতে কোন প্রয়াস বাদ দেয়নি। র্যালির মাধ্যমে বেশি করে মানুষকে যুক্ত করতে ৭২ হাজার বুথে ৭২ হাজার এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল। এরাজ্যেও এরকমই কিছু করার প্রচেষ্টা চলছে। দিলীপ ঘোষ বলেন, এই র্যালি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তিন-চার মাস পর আমাদের কোন রাজনৈতিক বৈঠক হতে চলেছে। আর আমরা সর্বাধিক মানুষকে এই র্যালিতে যুক্ত করার চেষ্টা চালাচ্ছি।
আরও পড়ুনঃ মমতা ব্যানার্জীকে চিঠি দিয়ে পরামর্শ দিলেন দিলীপ ঘোষ, করলেন বেশ কিছু দাবি
উনি বলেন, রাজ্যের ৮০ হাজার বুথ আছে, আর আমাদের কমিটি ৬৫ হাজার বুথে আছে। প্রতিটি কমিটিতে পাঁচ জন করে সদস্য আছে। আর এভাবে পাঁচ লক্ষের বেশি মানুষ ফোনের মাধ্যমে সপরিবারে ভার্চুয়াল র্যালিতে অংশ নেবেন। এছাড়াও ২৫ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূলকে সাঙ্ঘাতিক হুমকি দিলীপ ঘোষের, বড়সড় কোন অ্যাকশন নিতে চলেছে কি বিজেপি?
যেখানে ইন্টারনেটের সুবিধা নেই, যাঁদের কাছে স্মার্টফোন নেই, তাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তাঁরা ওই নাম্বারে ফোন করলে এই জনসভার প্রতিটি বক্তব্য শুনতে পারবেন। এর সাথে সাথে প্রতিটি মণ্ডলে কিছু এলইডি স্ক্রিনও লাগানো হয়েছে।
আরও পড়ুনঃ বড় খবরঃ তৃণমূলকে ভাঙার বড়সড় পুরস্কার পেতে চলেছেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা
বিজেপির এই প্রচার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপির উপর আক্রমণ করেছেন। মমতা ব্যানার্জী বলেছেন, ‘এত টাকা খরচ করছে বিজেপি, এত টাকা আমাদের কাছ নেই।” তবে এটা শোনা যাচ্ছে যে, আগামী ২১ এ জুলাই মমতা ব্যানার্জী এই ভার্চুয়াল র্যালির মাধ্যমে জনসভা করতে পারেন।