বাংলা হান্ট ডেস্ক: রাজস্থানের নির্বাচিত সরকারকে ফেলতে ফের একবার উঠেপড়ে লেগেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সম্প্রতি এমনই অভিযোগ করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। রাজস্থানের বেশ কিছু বিদ্রোহী কংগ্রেস বিধায়কের সঙ্গে যোগাযোগ করছেন অমিত শাহ, এমনই অভিযোগ গেহলটের।
শনিবার সিরোহিতে দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসে গেহলট বলেন, ‘বিজেপি আবার রাজস্থানের সরকার ফেলার চেষ্টা করছে। আমাদের বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ। তারাই আমায় বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের কাজ দেখে তারা লজ্জিত। অমিত শাহ আমাদের বিধায়কদের বলেছে, উনি নাকি আগে পাঁচটি সরকার ফেলে দিয়েছেন। এবার ষষ্ঠ সরকার ফেলবেন। বিজেপি সরকার ফেলার চক্রান্ত করছে।’
যদিও গেহলটের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চন্দ কাতারিয়া বলেন, ‘নিজের দলের অন্দরেই যখন শান্তি নেই, তখন অন্যের দিকে আঙুল তোলা উচিত নয়। যারা আগে বিদ্রোহ করেছিলেন, তারা এখনও অখুশি।’
উল্লেখ্য, গত জুলাই মাসেই রাজস্থান সরকার উল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সময় উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন আরও ১৯ জন বিধায়ক। সেবারও তাতে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। শেষমেশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার শচীনের সঙ্গে বৈঠক করে তাঁর মানভঞ্জন করেন।