বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আবহে সেজে উঠেছে কলকাতা। চারিদিকে আলোর রোশনাই, কিন্তু তার মধ্যে আবহাওয়ার তারতম্য চিন্তা বাড়িয়েছে বাঙালির মনে। বৃষ্টি মাথায় নিয়েই চলছে একের পর এক পুজো উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কলকাতার পূজো উদ্বোধন করবেন অমিত শাহ (Amit Shah)।
তৃতীয়ার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতা শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহাও। বিমানবন্দর থেকে অমিত শাহ নিউটাউনের একটি হোটেলে চলে যান। রাতে সেখানেই তিনি থেকেছেন।
শুক্রবার পুজো মণ্ডপ উদ্বোধনের ব্যস্ত সূচি অমিত শাহের (Amit Shah)
শুক্রবার অমিত শাহের (Amit Shah) সূচি বেশ ব্যস্ত। সকালে তিনি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। এই পুজো মণ্ডপের আয়োজন করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এবারের থিমে তুলে ধরা হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যা সামাজিক বার্তা এবং সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে।
এরপর দুপুরে তিনি দক্ষিণ কলকাতার কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC) বিজেপি-সমর্থিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধনও করবেন তিনি (Amit Shah)।
উল্লেখ্য, অমিত শাহের (Amit Shah) আগমনের আগে বৃহস্পতিবার বিকেলেই নিউ আলিপুরের সুরুচি সংঘ ক্লাবে পুজো উদ্বোধন করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে উৎসবমুখর পরিবেশের মধ্যে দুই শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের পুজো উদ্বোধন একসাথে চলছে।
আরও পড়ুনঃ তিন ঘণ্টা ধরে আলোচনা, রাজনীতিতে কি ফের সক্রিয় হবেন শোভন? জল্পনা তুঙ্গে
কলকাতার দুর্গাপুজোর মণ্ডপগুলোতে রাজনৈতিক নেতৃত্বদের উপস্থিতি উৎসবের মর্যাদা বাড়াচ্ছে। অমিত শাহ (Amit Shah) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamat Banerjee) উভয়েই কলকাতার পুজো উদ্বোধনে মেতেছে। সূত্রের খবর, পুজো উদ্বোধন শেষ করে আজই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ।