বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র (Amit Shah) পশ্চিমবঙ্গ সফরের আজ দ্বিতীয় এবং শেষ দিন। আজ সকালে অমিত শাহ দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেন। এরপর তিনি আজ দুপুরে বাংলার বিজেপি নেতাদের সাথে বৈঠক করবেন। এরপর তিনি মতুয়া সম্প্রদায়ের কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন। একদিন আগে মতুয়া সম্প্রদায়দের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। আর আজকে মতুয়া সম্প্রদায়ের বাড়িতে অমিত শাহ-এর (Amit Shah) মধ্যাহ্নভোজন এটা বুঝিয়ে দিচ্ছে যে, আগামী নির্বাচনে বড়সড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই মতুয়া সম্প্রদায়।
এর আগে অমিত শাহ গতকাল বৃহস্পতিবার বাঁকুড়ায় বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের বাংলা সফরের শুভারম্ভ করেন। এরপর তিনি গতকাল দুপুরে এক আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন এবং বিজেপির নেতা কর্মীদের সাথে বৈঠক করেন। গতকাল মমতা ব্যানার্জীর নেতৃত্বে চলা তৃণমূল সরকারকে একহাতে নিয়ে অমিত শাহ বলেন, আগামী নির্বাচনে ২০০ আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে।