বাংলা হান্ট ডেস্কঃ বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অমিত শাহ (Amit Shah)! করোনার (Coronanirus) বিরুদ্ধে লড়াইয়ের সবথেকে বড় যোদ্ধা ডাক্তারদের সাথে হওয়া অভদ্রতা আর হামলা রোখার জন্য ডাক্তাররা এবার সিআরপিএফ (CRPF) সুরক্ষার দাবি করেছে। এইমস (AIIMS) এর রেজিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন (RDA) এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছে। হায়দ্রাবাদে যেভাবে ডাক্তারদের উপর হামলা হয়েছে, এরপর ডাক্তারদের মধ্যে ক্ষোভ জন্মেছে।
এইমস এর RDA এর সভাপতি ডঃ আদর্শ প্রতাপ সিং আর মহাসচিব ডঃ শ্রীনিবাস রাজকুমার অমিত শাহকে লেখা চিঠিতে জানান, করোনাকে হারাতে ডাক্তাররা দিনরাত কাজ করছে। এই লড়াইয়ে অনেক ডাক্তার সংক্রমিত হয়েছে। এরপরেও ডাক্তাররা নিজেদের কর্তব্য পালন করে চলেছে। ডাক্তারদের এখন দাবি হল, হাসপাতালে যেন সিআরপিএফ এর সুরক্ষা দেওয়া হয়। সিআরপিএফ এর সুরক্ষা দেওয়া হলে, ডাক্তাররা নিজেদের সুরক্ষিত মনে করবে। এছাড়াও করোনার রোগীদের পরীক্ষা করার ডাক্তার এবং অন্যান্য প্যারামেডিকেল স্টাফদের প্রয়োজনীয় সামগ্রী দিতে হবে।
আপানদের জানিয়ে দিই, এর আগে বিদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পরার পর সেখান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা পাইলট আর ক্রু মেম্বারদের সাথে অভদ্রতা করা হয়েছে। এমনকি করোনার যোদ্ধারা যেখানে থাকে, সেখানেও এদের অনেক সমস্যার সন্মুখিন হতে হচ্ছে।
এইমস এর ডাক্তাররাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর কাছে এই অভিযোগ করেছিল যে, বাড়িওয়ালারা তাঁদের সাথে অভদ্রতা করছে। জোর করে ঘর ফাঁকা করে দিতে বলছে। এরকম ভাবে নার্স এবং মেডিকেল স্টাফের সাথেও দুর্ব্যবহার করা হয়েছে। ডাক্তারদের অভিযোগের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তৎকাল অ্যাকশন নিয়ে জরুরী আদেশ জারি করেছিলেন। এবার ডাক্তারদের উপর হওয়া হামলা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বড় পদক্ষেপ নিতে পারে।