বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) হাইভোল্টেজ লড়াইয়ের কেন্দ্র নন্দীগ্রাম শেষ মুহূর্তের প্রচার হয়ে উঠেছে সরগরম। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো ও জনসভা করে প্রধান বিরোধী দল বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে একেরপর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন, অন্যদিকে শেষ মুহূর্তে শুভেন্দুর হয়ে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ। করলেন বর্ণাঢ্য রোড শো।
উল্লেখ্য, নন্দীগ্রামে প্রচারের উদ্দেশ্যে রেয়াপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখান থেকেই একেরপর এক জনসভা করে চলেছেন তিনি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে অমিত শাহের (Amit Shah) এদিনের বর্ণাঢ্য রোড শো (Road Show) শেষ হয় সেই রিয়াপাড়ায়। সেখানকার প্রাচীন শিবমন্দিরে তিনি পুজো দেন।
রোড শো শেষে রিয়াপাড়ায় সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার তোলেন, রোড-শো তে মানুষের ব্যাপক উৎসাহ। এমনকি নন্দীগ্রামে অনেক ব্যবধানে শুভেন্দু অধিকারী জিতছেন বলে আত্মবিশ্বাসী অমিত।
প্রসঙ্গত এদিনের রোড শো শেষে দুপুর ৩টে নাগাদ পাশকুড়া পশ্চিম বিধানসভায় রোড শো করবেন অমিত শাহ। তাঁর পরবর্তী কর্মসূচি অভিষেক ব্যানার্জির গড় ডায়মন্ডহারবারে জনসভা করবেন অমিত শাহ।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ‘হটস্পট’ কেন্দ্র বলে চিহ্নিত নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধান বিরোধী দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন , একসময়ের মমতার ছায়াসঙ্গী তথা তৃণমূলত্যাগী ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । অন্যদিকে সংযুক্ত মোর্চার হয়ে লড়াইয়ের ময়দানে নামছেন বাম তরুণ নেত্রী মিনাক্ষী মুখার্জী (Minakshi Mukherjee)। সব মিলিয়ে দ্বিতীয় দফা ভোটের নজরকাড়া কেন্দ্র হয়ে উঠবে নন্দীগ্রাম (Nandigram) ।