বাংলা, বিহার, উড়িষ্যার উপর নজর অমিত শাহের, পূর্বভারতে রাজত্ব কায়েম করতে মাস্টারপ্ল্যান বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ এবার পূর্ব ভারতের প্রতি মনোযোগ দিচ্ছে বিজেপির (BJP) চাণক্য নামে পরিচিত তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলায় (West bengal) আধিপত্য বিস্তারের তোরজোড় শুরু হয়ে গেছে। বিহার ও ওড়িশায় ভার্চুয়াল জনসভা করার পর মঙ্গলবার সকাল ১১ টায় বাংলার কর্মীদের নিয়ে স্যোশাল মিডিয়া প্লাটফর্মে সভা করলেন শাহ। তৃণমূল সরকার মমতা ব্যানার্জীকে লক্ষ্য করে বিজেপি তাঁদের ৯ বছরের ৯ টি ভুল তুলে ধরলেন এই ৯ ই জুনের দিনে।

আসন্ন নির্বাচনে এবারের টার্গেট বাংলা, বিহার, ওড়িশায় আধিপত্য বিস্তার। সেই লক্ষ্যে অবিচল থাকতে চাইছে গেরুয়া বাহিনী। বিগত বছরে বাংলায় ৪২ টি আসনের মধ্যে ১৮ টি জয়লাভের পর, আগামীকে পাখির চোখ করতে চাইছে বঙ্গ বিজেপি। বাংলার প্রায় ৮০ হাজার বুথে বড় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করে, অমিত শাহের বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে বাংলার বিজেপি সদস্যরা উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জেনে নিলেন।

amit 222

“রাজনীতি আমরা করছি না, রাজনীতি করছেন মমতাদি”, বৈঠকে অমিত শাহের কথায় পরিষ্কার ফুটে উঠল এই ধ্বনি। ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের পাশাপাশি বঞ্চিত করছেন কৃষকদেরও। বাংলায় ক্রমশই মোদীর জনপ্রিয়তায় ভয় পাচ্ছেন দিদি। বাংলা থেকে একবার বামেদের সরিয়ে তৃণমূল সরকারকে এনে বেশ ভুগতে হচ্ছে রাজ্যের মানুষকে। একবার বিজেপি সরকারকে সুযোগ করে দিন, আশা করি আপনারা পস্তাবেন না। করোনা এক্সপ্রেসে করেই বাংলা ছাড়বে তৃণমূল। শীঘ্রই বাংলায় আসছে বিজেপি সরকার’- বৈঠকে জানালেন অমিত শাহ।

রবিবার বিহারে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে ৭২ হাজার এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। বৈঠকে অমিত শাহ বিহার সরকার নিতিশ কুমাররে প্রশংসাও করেছিলেন। কিন্তু নিজের জায়গায় অবিচল থেকে তিনি, ১২৫ কটি টাকার প্যাকেজ ঘোষণা করছেন বিহারবাসির জন্য। এমনকি ফিরে আসা পরিযায়ীদেরকেও সাহায্য করেছেন তিনি।

বিহারের পর ওড়িশায় ভার্চুয়াল সভার মাধ্যমে তিনি বিজেপি সদস্যদের একত্রিত হবার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক জানিয়েছিলেন এটাই তার অন্তিম বছর। তাই ২০২৪ সালের আসন্ন নির্বাচনে নিজের জায়গা করে নিতে এখন থেকেই তৈরি হচ্ছে অমিত শাহ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর