ভারতকে হুমকি দেওয়া পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ হলেন করোনা ভাইরাসে আক্রান্ত

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) ইমরান সরকারের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ (Shekh Rashid Ahmed) করোনা আক্রান্ত। সোমবার পাকিস্তানের রেলপথ মন্ত্রক এ তথ্য জানিয়েছেন। মন্ত্রক জানিয়েছে, প্রথমে রশিদের কোনও করোনা আক্রান্তের লক্ষণ দেখা যায়নি। তাও তিনি করোনা পরীক্ষা করেন। সেখানেই তার ফল পজেটিভ এসেছে।

গত সপ্তাহে শুক্রবার পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশনে অংশ নেওয়া পিটিআই এমএন জয় প্রকাশও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছেন। বিচারের পরে তিনি জাতীয় পরিষদের একটি অধিবেশনে যোগ দিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকেও করোনার সংক্রমণ আছে বলে সন্দেহ করা হয়।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা শহীদ খাকান আব্বাসিও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনার রিপোর্ট ইতিবাচক পাওয়া গিয়েছে। তার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী আক্রান্ত হয়েছিলেন। সোমবার তাঁর রিপোর্ট আসে। সূত্রের খবর, তিনি বর্তমানে নিজের বাড়িতে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। আব্বাসি আগস্ট ২০১৭ থেকে মে ২০১৮ সালে  পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন।

তবে, তিনি ইমরান সরকারের প্রথম মন্ত্রী নন, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার আগে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শাহারিয়ার আফ্রিদি, পিএমএল-এন সাংসদ মিয়া নাভেদ আলী এবং পিপিপি নেতা শার্জিল মেমনও এই বিপজ্জনক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের জাতীয় পরিষদে চিফ হুইপ আমির ডোগারও করোনার পজিটিভ। এ ছাড়া এএনপির গোলাম আহমদ বিলোর, সিন্ধুর গভর্নর এমরান ইসমাইল, সিন্ধুর শিক্ষামন্ত্রী গিলানিও, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার এবং বন্ধু পাঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার মোহাম্মদ মাজারিও সংক্রামিত হয়েছেন।

coronavirus testing everlywell

প্রসঙ্গত, রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ এর আগে বহুবার ভারতে ধ্বংস করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল। একটি পরমাণু বোমা দিয়ে ভারতকে হুমকি দিয়েছেন। শেখ রশিদ আহমেদ বলেছিলেন  যে, পাকিস্তান পারমাণবিক যুদ্ধ চায় না, তবে চাপিয়ে দেওয়া হলে পাকিস্তান এর প্রতিক্রিয়া জানাবে। ভারতের কথা শুনে নেওয়া উচিত যে পাকিস্তানেরও পাভ এবং অর্ধ পাভের পরমাণু বোমা রয়েছে, যা একটি নির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করতে পারে।

সম্পর্কিত খবর