চোখে চোখে… ছবি তোলায় মাথা গরম জয়ার, কড়া দৃষ্টিতে বউকে ধমকালেন অমিতাভ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সবথেকে বদমেজাজি তারকার তকমা সলমন খানের থেকে কেড়ে নিতে বসেছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। স্থান কাল পাত্র ভুলে কারণে অকারণে রাগ দেখিয়ে বসেন তিনি। বিশেষ করে পাপারাৎজির সঙ্গে কার্যত সাপে নেউলে সম্পর্ক প্রবীণ অভিনেত্রীর। ছবি তোলা একেবারেই পছন্দ করেন না জয়া। আর তাই ছবি শিকারিদের সঙ্গে প্রায়শই বাকবিতন্ডায় জড়ান তিনি। তবে এবার পাপারাৎজির উপরে চোটপাট করে নিজেই বিপদে পড়লেন জয়া। স্বামী অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) থেকে জুটল তিরস্কার।

বিনোদন জগতের বাসিন্দারা সবসময়ই থাকেন লাইমলাইটে। তাদের জীবনের খুঁটিনাটি জানার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। আর তাদের এবং আমজনতার মধ্যে সেতুবন্ধনের কাজ করে পাপারাৎজি। তারকাদের ছবি তোলাই তাদের কাজ। এভাবেই তাদের পেট চলে।

তবে ব্যক্তিগত জীবনে পাপারাৎজির অতিরিক্ত নাক গলানোটা পছন্দ করেন না অনেক তারকাই। নরমে গরমে অসন্তোষ প্রকাশও করেন অনেকে। কিন্তু জয়া বচ্চন যে ব্যবহার করেন তাতে মাত্রা ছাড়িয়ে যায় বলেই মনে করেন অধিকাংশই। সম্প্রতি ইন্দোর বিমানবন্দরে অমিতাভের সঙ্গে লেন্সবন্দি হন জয়া। বলিউডের পাওয়ার কাপলকে দেখেই ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায় পাপারাৎজির মধ্যে।

উপরন্তু তারকা জুটিকে সামনাসামনি দেখে অনেকে ছবি তোলার জন্যও আবদার করতে থাকে। আর তাতেই রেগে আগুন হয়ে যান জয়া। রীতিমতো উত্তেজিত কণ্ঠে তিনি বলে ওঠেন, এই সব লোকদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত! কিন্তু স্ত্রীর এত রূঢ় আচরণ বিগ বির যে ভাল লাগেনি তা বোঝা গিয়েছে তাঁর এক দৃষ্টিতেই।

কোনো কথা না বলে জয়ার দিকে একবার কড়া নজর দিয়েই দরজার দিকে এগিয়ে যান বর্ষীয়ান অভিনেতা। ওই নজরে লুকিয়ে থাকা তিরস্কার চোখে পড়েছে নেটিজেনদেরও। ভিডিও ভাইরাল হতেই ট্রোলড জয়া। কয়েকজন মতে, তিনি অমিতাভের যোগ্যই নন। আবার কেউ কেউ লিখেছেন, জয়াকে এত গুরুত্ব দেওয়ারই প্রয়োজন নেই।

সম্পর্কিত খবর

X