দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন!

বাংলা হান্ট ডেস্ক: অমিতাভ বচ্চন ১৯৮৪ সালে পদ্মশ্রী সম্মান পান, ২০০১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন৷ অমিতাভ বচ্চনকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে ফ্রান্সও৷

ট্যুইট করে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর যে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন৷  ভারতীয় বিনোদন জগতে বিপুল অবদানের জন্য অমিতাভকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে৷

https://twitter.com/PrakashJavdekar/status/1176491780101017600/photo/1

প্রকাশ জাভড়েকর ট্যুইটারে বলেছেন,” ২টি প্রজন্ম ধরে বিনোদন জগতে অবদান রেখে চলেছেন লেজেন্ড অমিতাভ বচ্চন৷ তাঁকে দাদা সাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্তে খুশি গোটা দেশ ও বিশ্ব”৷ এই খবর নিয়ে নেটিজেনরা এবং তার ভক্তরা বেশ খুশি তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে।

আর আগে দাদা সাহেব ফালকে পুরস্কার এখনও পর্যন্ত ৪৯ জনকে দেওয়া হয়েছে ভারতীয় চলচ্চিত্রে৷ তাঁদের মধ্যে পৃথ্বীরাজ কাপুর, বিনোদ খান্নাকে মরোন্নত্তর দাদা সাহেব ফালকে সম্মান দেওয়া হয়েছে৷ ২০০৭ সালে পেয়েছিলেন সঙ্গীত শিল্পী মান্না দে, ২০১৪ সালে শশী কাপুর, ২০০৫ সালে শ্যাম বেনেগাল, পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রাণ, গুলজার প্রমুখ৷ এ বার সেই তালিকায় ঢুকলেন অমিতাভ বচ্চনও৷

সম্পর্কিত খবর