ইংরেজি বললেই ‘মডার্ন’ হওয়া যায় না, দাদুর দেখানো পথেই শুদ্ধ হিন্দি শিখছে অমিতাভ-নাতনি আরাধ‍্যা

বাংলাহান্ট ডেস্ক: বাংলা মাধ‍্যম বা হিন্দি মাধ‍্যমের স্কুলগুলো এখন প্রায় উঠতে বসেছে। সর্বত্রই ইংরেজির রমরমা। সন্তানরা ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে পারলেই ‘শিক্ষিত’ তকমা পাওয়া যায়, এখনকার বেশিরভাগ বাবা মায়ের ধারনাটাই এমন। তাই ইংরেজি শিখে ‘মডার্ন’ হওয়ার চাপে মাতৃভাষাটাই ভুলতে বসেছে অনেকে।

এমতাবস্থায় নতুন প্রজন্মের কাছে ব‍্যতিক্রমী হয়েও সঠিক পথ দেখালো অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনি আরাধ‍্যা বচ্চন (Aradhya Bachchan)। হিন্দিতে দিব‍্যি সড়গড় ভাবে বলতে দেখা যাচ্ছে তাকে। বিগ বির হিন্দিতে জ্ঞান নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। দাদুর দেখানো পথেই পা বাড়িয়েছে আদরের নাতনিও।

IMG 20220314 180118
আরাধ‍্যার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। স্কুলের ইউনিফর্ম পরে দুটি ঝুঁটি বেঁধে ক‍্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। সম্পূর্ণ হিন্দিতে ভাষার প্রয়োজনীয়তা বোঝাতে শোনা যাচ্ছে তাকে। আরাধ‍্যাকে বলতে শোনা যায়, কোনো ভাষা শিখতে হলে সবথেকে ভাল উপায় হল কবিতার মাধ‍্যমে শেখা।

IMG 20220314 180756
এক নেটনাগরিক ভিডিওটি শেয়ার করে লিখেছেন, উত্তরাধিকার সূত্রে সংষ্কৃতা বহন হচ্ছে। অভিষেক বচ্চন পালটা টুইটের উত্তরে হাত জোড় করা একটি ইমোজি শেয়ার করেছেন। বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি। ছোট্ট আরাধ‍্যাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।

https://twitter.com/WeLoveAaradhyaB/status/1502909093081624578?t=Xk1gwbWEfc0GpHhssG1K7w&s=19

এর আগেও একাধিক বার নেটিজেনদের নজরে এসেছে আরাধ‍্যা। তবে বেশিরভাগ সময়েই ট্রোল করা হয়েছে তাকে। একবার হাঁটার ভঙ্গির জন‍্য কু্ৎসিত ভাবে ট্রোল করা হয়েছিল ছোট্ট আরাধ‍্যাকে। কিছুটা র‍্যাম্প ওয়াকের মতোই কোমর বেঁকিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। আর এতেই হাসির খোরাক পেয়েছিলেন নেটনাগরিকরা।

এমনকি অনেকের সমস‍্যা ছিল ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়েও। কেন তিনি সবসময় মেয়েকে আগলে আগলে রাখেন কেন তিনি? সেই কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে বচ্চন পরিবারের বধূকেও। পালটা মেয়েকে আড়াল করে সপাটে জবাব দিতে দেখা গিয়েছে অভিষেককে। তবে এবার প্রশংসাই পেয়েছে আরাধ‍্যা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর