বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বচ্চন পরিবার। নামে, মানে, সম্পত্তিতে গোটা দেশের তো বটেই, ভালতের বাইরেও পরিচিতি রয়েছে তাঁদের। বলিউডের সর্বাধিক ধনী তারকাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সর্বাধিক সম্পত্তির হিসেবে বলিউড অভিনেতাদের মধ্যে তিনি দ্বিতীয়। কিন্তু সবসময় এমনি প্রভাব প্রতিপত্তি ছিল না বচ্চনদের। এমনো দিন গিয়েছে যখন নিজের কর্মচারীদের থেকে টাকা ধার করতে হয়েছিল অমিতাভকে। কোটি টাকার ঋণ শোধ করতে বাবার পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।
পরিবারের এই দুঃসময়ের কিছু অজানা কথা নিজেই শেয়ার করেন জুনিয়র বচ্চন। সময়টা নব্বইয়ের দশকের। আর্থিক দিক থেকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা। ব্যবসায় বড় ক্ষতির মুখ দেখেছিলেন বিগ বি। খাবার কেনার মতোও টাকা ছিল না অমিতাভের কাছে। বাধ্য হয়ে নিজের কর্মচারীদের কাছ থেকেই টাকা ধার করেছিলেন তিনি।
সে সময়ে আমেরিকায় কলেজে পড়ছিলেন অভিষেক। পরিবারের দুর্দশার কথা শুনে বিদেশে বসে থাকতে পারেননি তিনি। তিনি বলেন, “গোটা পরিবার যে তাঁর পাশে আছে এটা ভেবে খুব আশ্বস্ত বোধ করেন বাবা। আমি বস্টনে বসে থাকব আর বাবা এদিকে চিন্তা করবে যে রাতের খাবারটা কীভাবে জোগাড় করবেন সেটা হতে পারে না। পরিস্থিতি তখন অতটাই খারাপ ছিল। এটা প্রকাশ্যেও বলেছেন বাবা। কর্মচারীদের থেকে টাকা ধার করে খাবার কিনেছিলেন তিনি। ওঁর সঙ্গে থাকতে পেরে আমি ধন্য।”
বাবার পাশে দাঁড়াতে সে সময় কলেজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক। সেকথা অমিতাভকে জানাতে খুব খুশি হয়েছিলেন তিনি। বাবার যোগ্য সন্তানই হয়ে উঠেছেন অভিষেক। সম্প্রতি ‘দশভি’ ছবিতে তাঁর অভিনয় দেখে নিজের ‘উত্তরাধিকারী’ বলে ঘোষনা করেন অমিতাভ।