‘ফেলুদা’ হিসাবে অমিতাভকে পেত দর্শকরা, শুধুমাত্র এই কারণে সত‍্যজিতের প্রস্তাব ফিরিয়ে দেন বিগ বি

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সাহিত‍্যে যে কজন গোয়েন্দা চরিত্র রয়েছে তাদের মধ‍্যে ‘ফেলুদা’ (Feluda) অন‍্যতম‍্য। সত‍্যজিৎ রায় (Satyajit Ray) রচিত আইকনিক এই চরিত্র শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকেনি, জায়গা করে নিয়েছে সিনেমার পর্দাতেও। বহু অভিনেতাই ফেলুদার চরিত্রে অভিনয় করলেও এখনো অনেক ভক্তর কাছেই ফেলুদা মানে সৌমিত্র চট্টোপাধ‍্যায়।

উচ্চতা থেকে শুরু করে মুখের আদল, সৌমিত্রকে মাথায় রেখেই যেন ফেলুদা চরিত্রটি গড়েছিলেন সত‍্যজিৎ। কিন্তু এটা কি জানেন, কিংবদন্তি পরিচালক প্রদোষচন্দ্র মিত্র হিসাবে প্রথমে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ভেবেছিলেন। কিন্তু তাঁর প্রস্তাবে রাজি হননি বিগ বি।

Amitabh Bachchan Agneepath Stills Photo
তবে জানিয়ে রাখি, বাংলায় নয়, হিন্দিতে ফেলুদা রূপে সত‍্যজিৎ দেখতে চেয়েছিলেন অমিতাভকে। এক সংবাদ মাধ‍্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, খোদ সত‍্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়ই নাকি এই খবরে শিলমোহর দিয়েছিলেন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ফেলুদাকে নিয়ে এক হিন্দি টেলিভিশন সিরিজে অমিতাভকে দিয়ে অভিনয় করাতে চেয়েছিলেন কিংবদন্তি পরিচালক।

সাক্ষাৎকারে সন্দীপ রায় জানিয়েছিলেন, ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ গল্পটিকে হিন্দিতে তৈরি করার ইচ্ছা ছিল সত‍্যজিৎ রায়ের। নাম ঠিক হয়েছিল ‘কিসসা কাঠমান্ডু কা’। ফেলুদার চরিত্রে অমিতাভকে দেখার ইচ্ছা ছিল পরিচালকের। সেই মতো প্রস্তাব দেওয়া হয়েছিল ‘শাহেনশা’কে। কিন্তু তিনি না করে দেন।

কেন? সন্দীপ রায় জানিয়েছিলেন, টেলি সিরিজটি শুটিংয়ের জন‍্য অনেকটা সময় দরকার ছিল‌। এদিকে বিগ বি তখন প্রচণ্ড ব‍্যস্ত। হাতে একের পর এক কাজ‌। তাই তিনি ফেলুদা হওয়ার সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন। শেষমেষ ওই সিরিজে অভিনয় করেন শশী কাপুর।

পরবর্তীকালে অবশ‍্য সত‍্যজিতের ‘শতরঞ্জ কা খিলাড়ি’তে ভাষ‍্যকার হিসাবে কাজ করেছিলেন অমিতাভ। কিন্তু ফেলুদা রূপে তাঁকে দেখার স্বপ্নটা অধরাই রয়ে গেল অনুরাগীদের। বিগ বির উচ্চতা, চলন বলনের সঙ্গে ফেলুদা চরিত্রটি বেশ মানাত। কী বলেন?

Niranjana Nag

সম্পর্কিত খবর