অমিতাভ নামে বলিউড কাঁপানোই হত না, অভিনেতার জন্মের পর আসল নাম কী ছিল জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অমিতা বচ্চন থেকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), একটা প্রজন্ম পেরিয়ে এসেছেন বিগ বি। তিনি এমন একজন অভিনেতা যাঁকে আট থেকে আশি সবাই চেনে। ‘অ্যাংরি ইয়ং ম‍্যান’ থেকে রোম‍্যান্টিক হিরো বা কমেডি চরিত্র, অমিতাভ জাদু ছড়িয়েছেন সর্বত্র। আজ ১১ অক্টোবর বলিউডের মহীরুহ পা দিলেন ৮০ বছরে। উদযাপনে মেতেছে ইন্ডাস্ট্রি।

বংশানুক্রমেই প্রতিভার উত্তরাধিকারী অমিতাভ। বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন প্রখ‍্যাত কবি। তাঁর ছেলে হয়ে অমিতাভ পা রাখেন অভিনয়ে। তবে এটা জানেন কি, অভিনেতার আসল নাম কিন্তু অমিতাভ নয়। যে নামে তিনি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন, এখনো কাঁপাচ্ছেন সেটা নাকি তাঁর আসল নামই নয়।


অভিনেতার আসল নাম ইনকিলাব শ্রীবাস্তব। শোনা যায়, ভারত ছাড়ো আন্দোলনের সয়য়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন হরিবংশ রাই বচ্চন যে ছেলের নামই রেখে দিয়েছিলেন ইনকিলাব। যদিও সে নাম বেশিদিন বহন করতে হয়নি খুদে ইনকিলাবকে। কারণ তাঁর নামকরণের কয়েক মাস পরেই কবি সুমিত্রানন্দ পন্থ হরিবংশকে পরামর্শ দেন, ইনকিলাব বদলে অমিতাভ করে দিতে।

এ তো গেল নাম বদলের কাহিনি। আর পদবী? অমিতাভের পরিবারের আসল পদবী শ্রীবাস্তব। কিন্তু তাঁর বাবা নিজের লেখায় পদবী হিসাবে বচ্চনই লিখতেন বরাবর। বাবার পথই অনুসরণ করেন ছেলে। কিন্তু বাবার মতো জনপ্রিয়তা সহজে আসেনি অমিতাভের কাছে। তাঁর ব‍্যারিটোন ভয়েস যতটাই তাঁর অনুকূলে ছিল, অভিনেতার ৬ ফুটের উচ্চতা ততটাই প্রতিকূল হয়ে দাঁড়িয়েছিল সাফল‍্যের পথে।

অমিতাভ নিজেই জানিয়েছিলেন, সেজেগুজে রাস্তায় বেরোলে তাঁকে ‘উট’ বলে খেপাতেন সবাই। জীবনের শুরুতে একটা লম্বা সময় কলকাতায় কাটিয়েছেন অমিতাভ। চাকরি করেছেন, থিয়েটার করেছেন। এমনকি অল ইন্ডিয়া রেডিওতেও শোনা গিয়েছে তাঁর কণ্ঠস্বর।


বলিউডেও সহজে সাফল‍্য পায়নি অমিতাভের ছবি। ভাবলে অবাক লাগে, যে সুপারস্টার বলিউডের খোলনলচেই বদলে দিতে চলেছেন, তিনিই কেরিয়ারের শুরুতে একের পর এক ফ্লপ খেয়েছেন। অবশেষে ‘সাত হিন্দুস্তানি’ কাঙ্খিত সাফল‍্য পান অমিতাভ। ডন, মুকাদ্দর কা সিকন্দর, জঞ্জির, অগ্নিপথ এর মতো ছবির ‘অমিতা বচ্চন’ থেকে পরবর্তীকালে পা, ব্ল‍্যাক, ভূতনাথ, ঝুন্ড এর অমিতাভ বচ্চন হয়ে ওঠেন। আরো অনেক পথ চলা বাকি বিগ বির। আরো অনেক ‘উঁচাই’ ছোঁয়া বাকি।

সম্পর্কিত খবর

X