অমিতাভের পোস্টে অস্বস্তিতে পড়লেন কন্যা শ্বতা

 

বাংলা হান্ট ডেস্ক: বলিউডের শাহেনশা বিগ বি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করতে দেখা যায় তাঁকে। বিশেষ করে ছেলে মেয়ের ছেলেবেলার ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিতাভ। তাঁর পোস্ট এর মাধ্যমে পরিবারের এবং সহ অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন অদেখা মুহূর্তের ছবি তুলে ধরেন তিনি।আর এসব ছবিতে দেখার অপেক্ষায় থাকেন ভক্তরাও।

বৃহস্পতিবারই মেয়ে শ্বেতা বচ্চনের ছেলেবেলার একটি ছবি পোস্ট করেন বিগ বি। ছবিটিতে পুলের সামনে দাঁড়িয়ে ছোট্ট শ্বেতাকে সুইমস্যুট পরাতে দেখা যাচ্ছেন অমিতাভকে। পাশাপাশি মেয়ের সঙ্গে তোলা সাম্প্রতিক কালের একটি ছবিও পোস্ট করেছেন বিগ বি। যার ক্যাপশানে তিনি লিখেছেন, ”একদিন এমনটাই (ছোট) ছিল, বুঝতেই পারিনি কখন এইরকমটা (বড়) হয়ে গেল। ”

8ffd7 img 20190628 wa0024

বাবার পোস্ট করা এই ছবি দেখে অপ্রস্তুত হয়ে পড়েছেন শ্বেতা বচ্চন নন্দা।কমেন্টে বলেছেন, ” হে ভগবান, পা এটা ভীষণই অস্বস্তিকর… ”

প্রসঙ্গত, বিগ বি খুব শীঘ্রই দেখা যাবে নাগার্জুন মঞ্জুলের ছবি ‘ঝুট’ ছবিতে। এবছর ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। তাকে বড় পর্দায় দেখার আশায় বসে আছেন তার ভক্তরা।

সম্পর্কিত খবর