বিশ্রামের সময় এখনও আসেনি, দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে আবেগপ্রবণ অমিতাভ

বাংলাহান্ট ডেস্ক: ২৯ ডিসেম্বর, রবিবার রাষ্ট্রপতি ভবনে অমিতাভ বচ্চন সম্মানিত হলেন দাদাসাহেব ফালকে পুরস্কারে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজে পুরস্কার তুলে দেন বর্ষীয়ান অভিনেতার হাতে। চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য এই সর্বোচ্চ সম্মান পেলেন অমিতাভ।

president honours amitabh bachchan with dadasaheb phalke award 2019 12 29

এর আগেই ২৩ ডিসেম্বর জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে অমিতাভের হাতে তুলে দেওয়ার কথা ছিল এই পুরস্কার। কিন্তু সেইদিন অসুস্থতার কারনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। সেইজন্য টুইট করে নিজের দুঃখও প্রকাশ করেছিলেন বিগ বি। অবশেষে তিনি পেলেন চলচ্চিত্র জগতের এই সর্বোচ্চ সম্মান। রবিবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠান করে অমিতাভের হাতে তুলে দেওয়া হয় দাদাসাহেব ফালকে পুরস্কার।

https://twitter.com/SrBachchan/status/1211373732234579968

পুরস্কার হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সিনিয়র বচ্চন। তার মধ্যেই মজা করে বলেন, ‘যখন এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষনা করা হল তখন আমি ভাবলাম এটা কি কোনও ইঙ্গিত যে এবার আমার বাড়ি বসে বিশ্রাম করা উচিত?’ তিনি আরও বলেন, আরও কিছু কাজ বাকি রয়ে গিয়েছে তাঁর। আরও নতুন সুযোগ আসছে।

https://www.instagram.com/p/B6qqWnAJUHl/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6qDr6EpGxA/?utm_source=ig_web_copy_link

এইদিন দর্শকের আসনে ছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। অনুষ্ঠানের পর বাবা ও মায়ের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন অভিষেক। এছাড়াও আলাদা ভাবে অমিতাভকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তিনি। বাবাকে নিজের অনুপ্রেরণা বলে উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার হিরো। দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য অসংখ্য অভিনন্দন। আমরা তোমার জন্য খুবই গর্বিত।’ প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন অমিতাভ। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘গুলাবো সিতাবো’। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর