বাংলা হান্ট ডেস্ক : আট থেকে আশি সকলেই তার ব্রিটোন কন্ঠে মন্ত্রমুগ্ধ। আজ এতবছর পরেও পর্দার অ্যাংরি ইয়াংম্যান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হচ্ছেন টিনসেল নগরীর হটকেক। রেখা-অমিতাভ আর জয়ার (Jaya Bachchan) ত্রিকোণ প্রেমের গুঞ্জন আজও শোনা যায়। তবে অবাক করা বিষয় এই যে, এই দুজনের কেউই অমিতাভের পছন্দের অভিনেত্রী (Favourite Heroine) নন। বরং বিগ বি-র প্রিয় নায়িক অন্য কেউ। সম্প্রতি অমিতাভ নিজে সেই নাম জানিয়েছেন।
অগাস্ট মাস থেকে শুরু হয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো কেবিসি সিজন ১৫ তে সঞ্চালক হিসেবে রয়েছেন অমিতাভ। সঞ্চালক হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন। এইদিন অমিতাভের সামনে হটসিটে উপস্থিত ছিলেন, তিন ভাই বীরেন্দ্র কাপওয়ান, দেবেন্দ্র জুয়েল এবং জিতেন্দ্র কাপওয়ান। তাদের সামনেই নিজের পছন্দের অভিনেত্রীর নাম খুলাসা করলেন বিগ বি।
এইদিন তিন ভাইয়ের সামনে ৮০ হাজার টাকার প্রশ্ন ছিল, ‘গাইড, প্যায়াসা-র মতো ছবিতে কাজ করেছেন তার নাম কি? সেই অভিনেত্রীকে ২০২৩ সালে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়া হয়। প্রশ্নটির সঠিক উত্তরও দেন তারা। উত্তরটি ছিল ‘ওয়াহিদা রহমান’। এরপরেই অমিতাভ বলেন, দেব আন্দনের ১০০তম জন্মবার্ষিকীতে এই সম্মান পেয়েছেন ওয়াহিদা রহমান। তবে বিগ বি-র বিশ্বাস, আরও আগেই এই সম্মাননা পাওয়া উচিত ছিল তার।
আরও পড়ুন : সৌরভকে হারিয়ে দিলেন অরিজিৎ! জিয়াগঞ্জের ভূমিপুত্রের জয়জয়কার গোটা বাংলায়
অভিনেতার আরও সংযোজন, ‘উনি আমার সবচেয়ে প্রিয়, আমি ওঁনার বিশাল বড় ফ্যান। আমার সৌভাগ্য হয়েছিল ওঁনার সঙ্গে কাজ করার। উনি খুব বেশি দয়ালু, সাদাসিধে, কখনও কাউকে বুঝতে দেন না উনি কত বড় তারকা।’ অনেকেই হয়ত জানেন যে, অমিতাভ এবং ওয়াহিদার সফর শুরু হয়েছিল অনস্ক্রিন দেওর-বৌদি জুটি হিসাবে। তবে সময়ের সাথে সাথে প্রেমিকা, স্ত্রী এমনকি মা__সবরকম চরিত্রেই অভিনয় করছেন তিনি।
আরও পড়ুন : পুজোর শেষে ঘটে গেল বড় অঘটন! ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে এই জনপ্রিয় অভিনেতা
প্রসঙ্গত উল্লেখ্য, ‘রেশমা অউর শেরা’ ছবির সেটে ওয়াহিদার হাতে থাপ্পড় খেয়েছিলেন অমিতাভ। যদিও সেটা ছবির চিত্রনাট্য মেনেই। সেই দৃশ্যকে বাস্তব করে তুলতে সত্যি সত্যিই অমিতাভকে চড় মেরেছিলেন ওয়াহিদা। লিড রোল এবং পরিচালনায় ছিলেন সুনীল দত্ত। উল্লেখ্য, অমিতাভকে শেষবার দেখা গেছে গণপথ ছবিতে। খুব শীঘ্রই তাকে দেখা যাবে রজনীকান্তের সঙ্গে। নতুন ছবিতে জুটি বাঁধবেন তারা। এদিকে ‘কালকি ২৮৯৮’ নামক একটি ছবিও রয়েছে পাইপলাইনে।