বাংলাহান্ট ডেস্ক: গোটা বলিউড ইন্ডাস্ট্রি তথা ভারতীয় সিনেমা জগতের মাথায় একজন অভিভাবকের মতো দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বছর ৮০ র মানুষটা এখনো হার না মানা জেদ নিয়ে কাজ করে চলেছেন। চলতি বছরে পরপর দুটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। বচ্চন পরিবার ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী পরিবার। কিন্তু এই উচ্চতায় পৌঁছানোর জন্য স্ট্রাগল কম করতে হয়নি অমিতাভকে।
সম্প্রতি ‘কউন বনেগা ক্রোড়পতি’তে নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর কাহিনি বলেন বিগ বি। কলকাতার এক প্রতিযোগী গার্গী দাসের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের কলকাতায় থাকার গল্প ভাগ করে নেন তিনি। অভিনয় কেরিয়ার শুরুর আগে কলকাতায় এক সংস্থায় কাজ করতেন অমিতাভ।
মাস প্রতি ৩০০-৪০০ টাকা পারিশ্রমিক পেতেন তিনি। ওই কটা টাকায় খাবারের প্রচুর সমস্যা হত তাঁর। সে সময়ে ফুচকাতেই পেট ভরাতে হত অমিতাভকে। তিনি জানান, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এক ফুচকাওয়ালা বসতেন। তাঁর কাছেই নিয়মিত ফুচকা খেতেন অমিতাভ। কম টাকায় পেট ভরানোর ভাল খাবার খুঁজে পেয়েছিলেন তিনি। অমিতাভ বলেন, তাঁর এখনো মনে হয় ওই ফুচকাওয়ালার কাছেই পৃথিবীর সেরা ফুচকা পাওয়া যেত।
দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাটানোর পরে এই ৮০ বছর বয়সেও একটানা কাজ করে চলেছেন অমিতাভ। তাঁর সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা কেউ কেউ পরপারে, বাকিরা সকলেই অবসর নিয়েছেন। কিন্তু বিগ বি থামেননি। বিগ বি থামতে জানেন না।
এই বয়সেও তাঁর উদ্যম এবং কাজের প্রতি নিষ্ঠা দেখার মতো। কউন বনেগা ক্রোড়পতি সঞ্চালনার পাশাপাশি ছবির শুটিংও করছেন তিনি। সেই সঙ্গে নিয়মিত ব্লগও লেখেন অমিতাভ। নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ঘটনা, নিজের অনুভূতির কথা শেয়ার করেন তিনি।