বাংলাহান্ট ডেস্ক: ছেলের গর্বে গর্বিত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুধু নিজের ছেলে বলে নয়, অভিষেকই (Abhishek Bachchan) তাঁর যোগ্য উত্তরাধিকারী, সগর্বে ঘোষনা করেছেন বিগ বি। বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার লাইন ধার করে ছেলেকে শুভেচ্ছাও জানিয়েছেন নতুন ছবির জন্য।
বচ্চন, পদবীটির ভার যে কতখানি সেটা প্রতি পদক্ষেপে উপলব্ধি করেন অভিষেক। বাবা ইন্ডাস্ট্রির মহীরুহ স্বরূপ। প্রতি মুহূর্তে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিতে হয় তাঁকে। তবুও জোটে ট্রোল, সমালোচনা। তা সত্ত্বেও সেসব হাসিমুখে সহ্য করেই নতুন করে ঘুরে দাঁড়ান অভিষেক, বারবার।
ছেলের অদম্য জেদের কথা জানেন বিগ বি। তাই তাঁর আসন্ন ছবির আগে গর্ব করে প্রশংসা করলেন ছেলের। আগামীকাল ৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে অভিষেক বচ্চন অভিনীত ‘দশভি’। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। ছবির ট্রেলার দেখেই অমিতাভ ঘোষনা করেছিলেন, অভিষেকই তাঁর উত্তরাধিকারী।
হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার দুই লাইন তুলে অমিতাভ হিন্দিতে লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে বলেই আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকারী হবে সেই আমার ছেলে হবে।’
এবার ফের একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ। এক নির্মীয়মান বহুতলের সামনে বিরাট হোর্ডিংয়ে লাগানো রয়েছে ‘দশভি’র পোস্টার। ছবিটি শেয়ার করে গঙ্গারাম চৌধুরী অর্থাৎ অভিষেক অভিনীত চরিত্রের একটি সংলাপ লিখেছেন তিনি। অমিতাভ লিখেছেন, ‘অমর আকবর অ্যান্থনির সংলাপ এখানে লেগে গেল।’ তারপর নিজের বাবার কবিতা আরো একবার উল্লেখ করে বিগ বি লিখেছেন, ‘অভিষেক, আমার উত্তরাধিকারী, আমার গর্ব, তোমার জন্য গর্বিত।’
https://www.instagram.com/p/CcAndpbNkZ5/?utm_medium=copy_link
দশভির গল্প মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীকে নিয়ে, যিনি মাত্র অষ্টম শ্রেণি পর্যন্তই পাশ করতে পেরেছেন। দুর্নীতিগ্রস্ত গঙ্গারাম জেলবন্দি হলে জেলার ইয়ামি গৌতম তাঁকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ শানান। তারপরেই গঙ্গারামের চ্যালেঞ্জ, দশম শ্রেণি পাশ করে দেখিয়ে দেবেন তিনি। অভিষেকের স্ত্রীর চরিত্রে ছবিতে অভিনয় করেছেন নিম্রত কউর।