বাসের পর এবার বিমান, পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছাতে তৎপর অমিতাভ

বাংলাহান্ট ডেস্ক: আগেই পরিযায়ী শ্রমিকদের (migrant workers) বাড়ি পৌঁছাতে কোমর বেঁধেছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (amitabh bachchan)। ভিন রাজ‍্যে আটকে পড়া উত্তর প্রদেশের শ্রমিকদের বাড়ি ফেরাতে ১০ টি বাসের ব‍্যবস্থা করেছিলেন তিনি। আর এবার শ্রমিকদের নিজেদের বাড়ি ফেরাতে বিমানের ব‍্যবস্থা করেছেন বিগ বি।
জানা গিয়েছে, এবারে প্রায় ১০০০ জন পরিযায়ী শ্রমিককে নিজের বাড়ি পাঠাতে উদ‍্যোগী হয়েছেন অমিতাভ। মুম্বই থেকে শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশের গোরখপুর, লখনউ সহ বিভিন্ন জায়গায় রওনা হচ্ছে চার্টার্ড বিমান। রিপোর্টে প্রকাশ, ১৮০ জন শ্রমিক নিয়ে ইন্ডিগোর একটি এ-৩২০ এয়ারবাস উত্তরপ্রদেশের উদ্দেশ‍্যে ইতিমধ‍্যেই রওয়ানা হয়ে গিয়েছে। এরপর আরও ৫টি বিমানের ব‍্যবস্থা রয়েছে।
এই প্রসঙ্গে অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর রাজেশ যাদব জানান, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পুরো বিষয়টাই নিজে তদারক করছেন অমিতাভ। তাদের যাতে কোনও সমস‍্যা না হয় সেদিকেও খেয়াল রাখছেন তিনি। রাজেশ আরও জানান, এর আগে ট্রেনে কিছু সমস‍্যা হচ্ছিল, তাই এবার বিমানের বন্দোবস্ত করেছেন বিগ বি।

bollywood amitabh bachchan 1
এর আগে জানা গিয়েছিল, উত্তর প্রদেশের শ্রমিকদের বাড়ি ফেরাতে ১০ টি বাসের ব‍্যবস্থা করেছিলেন অমিতাভ। মুম্বই থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তর প্রদেশের উদ্দেশে রওয়ানা হয় বাস গুলি। মুম্বইয়ের হাজি আলি থেকে ছাড়ে বাস। তবে এটাই প্রথম নয়, লকডাউনের শুরু থেকেই পরিযায়ী শ্রমিকদের জন‍্য কাজ করে চলেছে অমিতাভ বচ্চনের সংস্থা এবি কর্পোরেশন লিমিটেড।
হাজি আলি ট্রাস্ট ও পীর মাখদুম ট্রাস্টের সঙ্গে মিলিত ভাবে এই কাজ করে চলেছে তারা। প্রতিদিন ৪ হাজার ৫০০ প‍্যাকেট খাবার বিতরণ করে এই সংস্থা। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের খাবার ও জলের ব‍্যবস্থাও করে অমিতাভের সংস্থা।
এছাড়াও এখনও পর্যন্ত ১০ হাজার প‍্যাকেট রেশন, ২০ হাজার পিপিই কিট, স‍্যানিটাইজারের ব‍্যবস্থা করে দিয়েছেন অভিনেতা। তবে এই বিষয়ে কোনও দিনই তেমন প্রচার করেননি অমিতাভ। সোনু সূদের পর এবার অমিতাভের মানবিক মুখ দেখে খুশি পরিযায়ী শ্রমিকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর