ঐশ্বর্য যে ঘরেই যাবে শ্বশুরমশাই মারা যাবে! বৌমাকে নিয়ে বিষ্ফোরক অমিতাভ, হঠাৎ হলটা কী?

বাংলাহান্ট ডেস্ক : ইতিবাচক হোক বা নেতিবাচক, সবসময় চর্চায় থাকেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বক্ষণই চলতে থাকে আলোচনা। বিয়ের আগে সলমন খানের সঙ্গে সম্পর্ক থেকে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েটা নিয়েও কম কানাঘুষো চলে না। এমনকি এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল, বচ্চন পরিবারের বধূ হওয়ার জন্য আগে একটি বটগাছকে বিয়ে করতে হয়েছিল ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan)। কারণ তিনি ছিলেন মাঙ্গলিক।

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)

বলিউডের সবথেকে জনপ্রিয় এবং সফল অভিনেত্রীদের একজন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। অভিনয় জগতে পা রাখার আগে বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা জিতেছিলেন তিনি। সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা এক নারীতে মিশলে কী হতে পারে তার উদাহরণ ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। কিন্তু তবুও সমালোচনা, তীর্যক মন্তব্যের হাত থেকে রেহাই পাননি তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চরম কাটাছেঁড়া হয়েছে।

আরো পড়ুন : ‘এটা আমার ভেতরকার ব্যাপার’, নচিকেতার প্রতি ‘স্নেহের ডাক’ ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ খোলেন অমিতাভ

ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) কুষ্ঠিতেই নাকি দোষ রয়েছে, যা জানতে পারা গিয়েছিল অভিষেকের সঙ্গে তাঁর বিয়ের সময়ে। লাগাতার এমন গুঞ্জনে শেষমেষ ফুঁসে ওঠেন শ্বশুর অমিতাভ বচ্চন। ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) নিয়ে এই সমস্ত গুঞ্জনের বিরুদ্ধে বছর কয়েক আগে সুর চড়িয়েছিলেন তিনি। অমিতাভ লিখেছেন, ‘প্রতিদিনই দেখি নানা ধরণের জল্পনা। ও নাকি যে ঘরে যাবে, শ্বশুরমশাই মরে যাবে। না, ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) আমাদের জন্য অপয়া নয়। ভাগ্যে যা আছে সেটাই হবে’।

আরো পড়ুন : একজনে তৃপ্ত নন, বিয়ের আগে ৬ পুরুষের সঙ্গে সম্পর্ক-সহবাস এই নায়িকার, রয়েছেন দুই ক্রিকেটারও!

বৌমাকে নিয়ে বিষ্ফোরক বিগ বি

বিগ বি আরো লিখেছিলেন, এই সবকিছু লেখা খুব সহজ। কিন্তু এই সমস্ত আলোচনার জন্য ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) বা তাঁর পরিবারের জন্য কতটা বেদনাদায়ক হতে পারে সেটা কি কেউ কখনো ভেবেছে? এত দিন কেটে যাওয়ার পরেও এসব থামল না। অমিতাভের কথায়, কোনো বিজ্ঞান বা রীতি এর ব্যাখ্যা দিতে পারে না। বিয়ে মানে হল দুটি মনের মিলন।

Aishwarya Rai Bachchan

প্রসঙ্গত, এখন অভিষেককে তেমন দেখা যায় না আর ঐশ্বর্যর সঙ্গে। বেশ অনেকদিন ধরেই দুজনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিষেক ঐশ্বর্য। বর্তমানে যেকোনো আরাধ্যাকেই তাঁর মায়ের সঙ্গী হতে দেখা যায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর