বাংলাহান্ট ডেস্ক: করোনা মোকাবিলায় ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে গোটা দেশে। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট, স্কুল কলেজ। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি সঙ্কটে পড়েছেন খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকরা। লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না। সেই সব মানুষগুলোর সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বলিউড তারকারা। শাহরুখ খান থেকে, সলমন খান বা একতা কাপুর সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও। গোটা দেশের এক লক্ষ শ্রমিক পরিবারের দৈনিক খাবারের দায়িত্ব নিলেন তিনি।
ওই শ্রমিক পরিবারগুলির মাসিক রেশনের দায়িত্ব নিয়েছেন অমিতাভ। জানা গিয়েছে এই কাজে তাঁকে সাহায্য করবে একটি টেলিভিশন সংস্থা ও একটি অলঙ্কার সংস্থা। তাদের মিলিত উদ্যোগে এই কাজে হাত দিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল, গুরুগ্রামে রকুলের বাড়ির পাশে যে বস্তি রয়েছে সেখানকার ২০০ জন বাসিন্দার খাবারের দায়িত্ব নিয়েছেন রকুল প্রীত সিং। নিজের বাড়িতে রান্না করা খাবার দিয়েই তাদের পেট ভরাচ্ছেন অভিনেত্রী। তাঁকে সাহায্য করছেন মা বাবা কুলবিন্দর সিং ও রাজেন্দ্র সিং।
এই প্রসঙ্গে রকুল জানান, ১৪ এপ্রিলের পর যদি লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয় তাহলেও এই কাজ অব্যাহত রাখবেন তিনি। সেই সঙ্গে তিনি আরও জানান, তাঁর সোসাইটির মধ্যেই ওই ২০০ জন মানুষের খাবার রান্না করা হচ্ছে।
সলমন খান সিনেপাড়ার টেকনিশিয়ানসদের আর্থিক খরচের বহনের সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান। একতা কাপুর নিজের এক বছরের বেতন আড়াই কোটি টাকা দান করেছেন দৈনিক মজরুরি শ্রমিকদের সাহায্যার্থে। শাহরুখ খানও বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে চলেছেন দেশবাসীকে।