এখনই শক্তি হারাচ্ছে না আমফান সাইক্লোন,বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে তাণ্ডব

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার বিকেলে স্থলভাগে আছড়ে পড়ার সময় আমফানের (Amphan) সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার৷ তবে প্রাথমিক আঘাত হানার পরও সহজে শক্তিক্ষয় হবে না সুপার সাইক্লোনের৷ এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় তাণ্ডব চালাবে আমফান৷

amfan

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjeev Banerjee) জানিয়েছেন, ‘স্থলভাগে আঘাত হানার পর কলকাতার গা ঘেঁষে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে আমফান৷ এর পর নদিয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে এগোবে।

IMG 20200520 090008

আবহ দফতরের তরফে জানানো হয়েছে, বুলবুল বা ফণীর তুলনায় কলকাতার অনেক কাছ দিয়ে বয়ে যাবে আমফান৷ ফলে কলকাতাতেও ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে৷ সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়৷ আমফানের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে পারে৷

সম্পর্কিত খবর