গ্রেফতার খালিস্তানি নেতা অমৃত পাল সিং! উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসম, কিভাবে ফাঁসলেন পুলিসের জালে?

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে গ্রেফতার খালিস্থানি নেতা অমৃত পাল সিং (Amrit Pal Singh)। পাঞ্জাবের (Punjab) মোগা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত নিরাপত্তার কারণে অসমের (Assam) ডিব্রুগড় জেলে রাখা হবে। গ্রেফতার করার পর আজই তাকে ডিব্রুগড় নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। গত ১৮ মার্চ থেকে ফেরার ছিলেন অমৃত পাল সিং। তাঁর সংগঠনের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, পুলিসের উপর আক্রমণ, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।

দেশবিরোধী কার্যকলাপের জন্য পঞ্জাব পুলিস এবং কেন্দ্রীয় সংস্থা হন্যে হয়ে অমৃত পাল সিংকে খুঁজছিল। দিনকয়েক আগেই পঞ্জাবে পলাতক অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ সহকারী জোগা সিংকে গ্রেফতার করে পুলিস। পিলভিটে জোগা সিং তাকে লুকাতে সাহায্য করেছিল বলে জানতে পারে পুলিস। শধু তাই নয়, অমৃত পাল সিং-র পালিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও করে জোগা।

amrit

উত্তরপ্রদেশের পিলভিটে খালিস্তানপন্থী ওই নেতাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছিল জোগা সিং। সে আদতে লুধিয়ানার বাসিন্দা। পিলভিটে তার একটি ডেরা রয়েছে। হরিয়ানা থেকে পঞ্জাবে আসছিল জোগা। সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। আর জোগা সিং গ্রেফতার হওয়ার কিছুদিনের মধ্যেই এবার গ্রেফতার হলেন খোদ অমৃত পাল সিং।

পুলিস জানিয়েছিল, অমৃতপাল সিংয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতমাসে পুলিস তাকে ধরার জন্য খোঁজ শুরু করতেই সে পালিয়ে যায়। ধৃতরা হল হোশিয়ারপুর জেলার বাবাক গ্রামের বাসিন্দা রাজদীপ সিং ও জলন্ধর জেলার সর্বজিত সিং। গত মাসে পুলিস অমৃতপাল সিং ও তার ওয়ারিশ পাঞ্জাব দে সংগঠনের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে।

খালিস্তানপন্থী ওই নেতা গত ১৮ মার্চ জলন্ধর জেলায় পুলিশের জাল থেকে বেরিয়ে যায়। গাড়ি বদলে ছদ্মবেশ ধরে পালিয়ে যায় সে। পুলিস তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। একাধিক রাজ্যে তার খোঁজ চালাচ্ছিল পুলিস। বিশেষ করে পঞ্জাবের সীমানা রয়েছে সেই সব রাজ্যে জোরদার তল্লাশি চলছিল। অবশেষে মিলল সাফল্য।

Sudipto

সম্পর্কিত খবর