তালিবানের বিরুদ্ধে একাই যোদ্ধা, বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন আমিরুল্লাহ সালেহ

বাংলাহান্ট ডেস্কঃ দেশ তালিবানদের (taliban) দখলে চলে গেলেও, তা মানতে নারাজ প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘনি আমলের ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহ (Amrullah Saleh)। তালিবানদের সামনে মাথা না নোয়ানোর পণ করে, নিজেকেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা সালেহ।

পঞ্জশির সীমান্তে তালিবানিদের হারিয়ে দিয়ে, সেখানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সালেহর বাহিনী। পঞ্জশির প্রদেশে তালিবানিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করে, বুধবার পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের পতাকা উড়িয়ে দেয় সালেহর বাহিনী।

   

saleh profile

দীর্ঘ ২০ বছর পর কাবুলের মসনদ তালিবানদের কবজায় চলে গেলেও, এই জঙ্গি বাহিনীর কাছে মাথা নত করতে নারাজ সালেহ বাহিনী। তালিবানরা ১৫ ই আগস্ট আফগানিস্তান দখল করার পর, একটি ট্যুইট করে সালেহ জানান, ‘তালিবানদের সঙ্গে এক ছাদের তলায় কিছুতেই থাকব না। আমার উপর ভরসা করা জনগণদের, নিরাশ করব না’।

তালিবানরা যতই আফগানিস্তান দখল করে, সরকার গঠনের পরিকল্পনা করুক না কেন, কিছুতেই তাঁদের মান্যতা দিতে নারাজ প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘনির রাজত্বের ভাইস প্রেসিডেন্ট আমিরুল্লাহ সালেহ। প্রথম থেকে কট্টর তালিবানি সমালোচক বলে তাঁর খ্যাতি রয়েছে।

বর্তমানে দেশ তালিবানদের দখলে চলে গেলেও, যুদ্ধ জারি রেখেছে সালেহ। দেশের এই জরুরী অবস্থায় নিজেকেই আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন তিনি। এমনকি উত্তর-পূর্বের পাঞ্জশির প্রদেশ এখনও তালিবানি দখলের হাত থেকে সুরক্ষিত রেখেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর