বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের প্রায় প্ৰতিটি বাড়িতেই ব্যবহৃত হয় আমূলের বিভিন্ন প্রোডাক্ট। যেগুলির উপরে সবসময় একটি বাচ্চা মেয়ের ছবি দেখা যায়। যার নাম হল “আমূল গার্ল” (Amul Girl)। তবে, এবার ওই আমূল গার্লের স্রষ্টা সিলভেস্টার ডা কুনহা (Sylvester daCunha) পাড়ি দিলেন না ফেরার দেশে!
৮০ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (আমূল)-এর এমডি জয়েন মেহতা টুইট করে এই মৃত্যুর খবরটি প্রকাশ্যে এনেছেন। উল্লেখ্য যে, আমূলের “Utterly Butterly” বিজ্ঞাপনটি ১৯৬৬ সালে লঞ্চ হয়েছিল।
ডা কুনহা ছিলেন ভারতীয় বিজ্ঞাপন শিল্পের অন্যতম পথিকৃৎ: এই প্রসঙ্গে জয়েন মেহতা তাঁর টুইটে জানিয়েছেন যে, ডা কুনহা ভারতীয় বিজ্ঞাপন শিল্পের পথিকৃৎ ছিলেন। তিনি ১৯৬০ সাল থেকে আমূলের সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি, তিনি আরও জানান, “আমূল পরিবার এই শোকের মুহূর্তে সামিল রয়েছে।”
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, “আমুল গার্ল” বিশ্বের সবচেয়ে দীর্ঘায়িত বিজ্ঞাপনগুলির মধ্যে একটি। এই বিজ্ঞাপন ক্যাম্পেন এতটাই সফল হয়েছিল যে একটা সময় এটাই ওই ব্র্যান্ডের পরিচয় হয়ে ওঠে।
দাদা গেরসন ডা কুনহাও এক বছর আগে প্রয়াত হয়েছেন: এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন যে, ডক্টর ভি কুরিয়েন তাঁর স্মৃতিকথায় সিলভেস্টার ডা কুনহার সৃজনশীল প্রতিভার বিষয়টি উপস্থাপিত করেছিলেন। তাঁর দাদা গেরসন ডা কুনহাও ভারতীয় বিজ্ঞাপন শিল্পের একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনিও এক বছর আগে প্রয়াত হন।
পরিবারে কে কে রয়েছেন: জানা গিয়েছে সিলভেস্টার ডা কুনহার পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী নিশা এবং পুত্র রাহুল ডা কুনহা। ১৯৬৬ সালে আমূল গার্ল ক্যাম্পেন শুরু করার প্রায় তিন বছর পর, সিলভেস্টার ১৯৬৯ সালে ডা কুনহা কমিউনিকেশন শুরু করেন। তাঁর দাদা শুরু থেকেই সিলভেস্টারের সাথে ছিলেন। ২০১৬ সালে, আমূল গার্ল ক্যাম্পেন ৫০ বছর পূর্ণ করে।