বাংলাহান্ট ডেস্ক: শ্রীদেবীর (sredevi) মৃত্যু (death) রহস্য নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। বহুবার বহু দাবি তুলেছেন নানা জনে। কিন্তু কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে নস্যাৎ হয়ে গিয়েছে প্রায় সবই। কিন্তু তার মধ্যে একটি দাবি বেশ নাড়া দিয়েছিল সকলকে। অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভূষন দাবি জানিয়েছিলেন শ্রীদেবীর মৃত্যু আকস্মিক নয়। বরং তা পরিকল্পনা মাফিক খুন। আর তা করেছেন স্বয়ং বনি কাপুর!
শ্রীদেবীর মৃত্যুর প্রথম দিক থেকেই জড়িয়ে রয়েছে রহস্য। ২০১৮র ২৪ ফেব্রুয়ারির রাতে দুবাইতে মৃত্যু হয় তাঁর। সেটাও খুব অদ্ভূত ভাবে। দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের বাথরুমে বাথটাবে ডুবে গিয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। আর এখানেই খটকা লাগে এসিপি বেদ ভূষনের। বিষয়টি মানতে নারাজ ছিলেন তিনি। তাই আলাদা ভাবে নিজেই তদন্ত চালান তিনি।
আর সেই তদন্তেই উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য।
এসিপির বক্তব্য ছিল, বাথটাবটি ছিল চার ফুটের চেয়ে কিছুটা বড়। আর শ্রীদেবীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। এই উচ্চতার একজন মানুষ কখনওই চার ফুটের বাথটাবে ডুবতে পারেন না। আর যদি ডুবে গিয়েই থাকেন তাহলে হাত পা ছুঁড়েছেন নিশ্চয়ই। তাহলে বাথটাবের বাইরে একফোঁটাও জল পড়ল না কেন?
পরিচালক সুনীল সিংও একই দাবি তুলেছিলেন। একটি বীমার বিষয়ও প্রকাশ্যে এনেছিলেন তিনি যার পরে বনি কাপুরের ওপরেই সন্দেহটা আরও বদ্ধমূল হয়েছিল সবার। পরিচালকের দাবি অনুযায়ী, বনি কাপুর ওমানে শ্রীদেবীর নামে ২৪০ কোটি টাকার একটি বীমা করিয়েছিলেন। সেই বীমার একটি ক্লজে উল্লেখ ছিল বীমার টাকা তখনই বনি পাবেন যদি কোনও ভাবে শ্রীদেবীর মৃত্যু দুবাইতে হয়।
জানা যায়, ওই সময় নানা দিক থেকে আর্থিক সঙ্কটে ছিলেন বনি। অর্জুন কাপুরের ছবি ফ্লপ হচ্ছিল। জাহ্নবীও পা রাখেননি বলিউডে। ফলে সব দিক ভেবে চিন্তে ঠান্ডা মাথায়ই দুবাইতে শ্রীদেবীকে খুন করা হয় বলে মনে করেন অনেকে।