আমেরিকার ডাক্তারের উপর ভরসা নেই, ১ কোটি টাকা খরচ করে মাকে ভারতে নিয়ে এলেন ছেলে

বাংলাহান্ট ডেস্ক : “ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে”, কবি অতুলপ্রসাদ সেন আজ জীবিত থাকলে নিশ্চয় খুব খুশি হতেন। দিকে দিকে সগৌরবে উড্ডীন তেরঙ্গা। একদিকে ‘মেক ইন ইন্ডিয়ার’ (Make in India) ফসল ‘ব্রাহ্মোস’ গর্জন করছে ফিলিপিন্সের মাটিতেও। অন্যদিকে পরিবেশ বান্ধব সৌরশক্তি প্রকল্পে নেতৃত্ব দিয়ে উজ্জ্বল করছে নিজের নাম। এমনই আর এক খবর যা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করবে। আমেরিকার এক একনাগরিক তাঁর অসুস্থ মায়ের (Ill Mother) চিকিৎসার জন ব্যক্তিগত উড়োজাহাজ (Air Flying Ambulance) ভাড়া করে এসেছেন ভারতে।

ভারতে বহু মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য উড়ে যান বিদেশে। কখনও ইউরোপীয় কোনও দেশে কখনও বা আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়ে আসেন ভারতের নামীদামী মানুষ। কিন্তু আমেরিকা থেকে ভারতে কেউ চিকিৎসা করাতে এসেছেন এমন নজির নেই। কিন্ত বাস্তবেই ঘটল এমনই এক ঘটনা। ৬৭ বছরের এক মহিলা আমেরিকার পোর্টল্যাণ্ড থেকে চেন্নাই আসেন চিকিৎসা করাবার জন্য। জানা যাচ্ছে তাঁর হৃদযন্ত্রের সমস্যা ছিল। আমেরিকা থেকে এয়ার এম্বুলেন্স ফ্লাইটে করে তিনি ভারতে এসে পৌছন। ভারগ আসতে তাঁর সময় লেগেছে প্রায় ২৬ ঘন্টা। বলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে লম্বা এয়ারোমেডিক্যাল ইভ্যাকুয়েশন।

কিন্তু আমেরিকায় চিকিৎসার সুব্যবস্থা ছেড়ে ভারতে এলেন কেন? উত্তরে মহিলার ছেলে জানান আমেরিকার চিকিৎসা পদ্ধতিতে তিনি ঠিক সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি আরও জানান মাকে ভারতে পাঠিয়ে চিকিৎসা করানোর জন্য তাঁর প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে। এটা যেন একরকম উলট পুরানই ঘটে গেল। সাধারণত টাকা থাকলে চিকিৎসা করানোর জন্য ভারতীয়রা সাধারণত বিদেশে যান। কিন্তু এই প্রথম এত টাকা খরচ করে ভারতে এলেন চিকিৎসা করাতে। তবে ধীরে ধীরে বদলাছে এই ধারনা। পরিসংখ্যান বলছে ভারত আগামী দিনে মেডিক্যাল ট্যুরিজমের একটা বড় বাজার তৈরি হতে যাচ্ছে।

জানা যাচ্ছে, ওই মহিলাকে ভারতে আনতে খরচ হয়েছে প্রায় ১৩৩০০০ ডলার। ফ্লাইং আইসিইউতে নিয়ে আসা হয়েছে ওই মহিলাকে। তাঁর সঙ্গে সর্বক্ষণের জন্য দুজন ডাক্তার ও তিনজন সহকারীর একটি মেডিক্যাল টিম উপস্থিত ছিল। জানা যাচ্ছে, ভারতে ওই মহিলার হার্ট সার্জারি হবে। তিনি যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন তারই কামনা করছেন সকলে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর