বাংলাহান্ট ডেস্ক : বীরভূম (Birbhum) জেলার খয়রাশোল থানার অন্তর্গত কৃষ্ণপুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হল পুরাকালের প্রস্তর। এদিন এলাকার কয়েকজন বাসিন্দা ঘুরতে যান অজয় নদের তীরে। তারা দেখেন একটি প্রস্তর খন্ড পড়ে রয়েছে অজয় নদের চরে। এরপর প্রস্তরটি উদ্ধার করে তারা নিয়ে আসেন গ্রামে।
প্রস্তরটির উপরের অংশে রয়েছে সিংহের আকৃতির একটি মূর্তি। প্রস্তর খন্ডের মধ্যবর্তী অংশে অস্পষ্টভাবে কিছু লেখা রয়েছে। তার নিচের অংশে রয়েছে হাতে তলোয়ার ধরা কোনও দেব বা দেবীর মূর্তি। উদ্ধার হওয়া প্রস্তুরটি প্রায় চার ফুটের মতো লম্বা। যারা এই প্রস্তরটি উদ্ধার করেছিলেন তাদের মধ্যে একজন হলেন প্রদীপ পাল।
তিনি জানিয়েছেন, “কাল আমরা গ্রামে আড্ডা দিচ্ছিলাম। আমাদের মধ্যে একজন বলছিল যে এক ধরনের মূর্তি অজয় নদীর চরে রয়েছে। তারপর আমরা সেই মূর্তির অনুসন্ধানের জন্য বাইক নিয়ে সেখানে যাই। এরপর চর্ থেকে মূর্তিটি উদ্ধার করে আমরা গ্রামে নিয়ে আসি। আমরা গিয়ে দেখি মূর্তিটি বালিতে ঢাকা রয়েছে। মূর্তির অল্প অংশ বাইরে থেকে দেখা যাচ্ছিল।”
তবে এই মূর্তির সন্ধান প্রথম পান আনন্দ মন্ডল। তিনি জানিয়েছেন, “কিছুদিন আগে আমি অজয় নদীর চরে বেড়াতে যাই। সেখানে এই মূর্তিটি দেখতে পাই। প্রথমে কাউকে কিছু বলিনি। মঙ্গলবার বন্ধুদের সাথে কথাবার্তায় এই কথাটা বলি। তারপর আমরা সেখানে গিয়ে উদ্ধার করি মূর্তিটি। দেখে মনে হয়েছে এটি বহু বছর পুরনো। তাই আমরা সেটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসি।”
এই মূর্তি উদ্ধারকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গেছে কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে সেটি ওই গ্রামেই রয়েছে। প্রশাসনের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য যদি এই বিষয়ে প্রশাসন না হেলদোল দেখায়, তাহলে মূর্তিটিকে গ্রামের মন্দিরেই পুজো করা হবে।