রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনায় পাল্টি খেলো সেনার গাড়ি! ড্রাইভারের মৃত্যুর সাথে সাথে পা বাদ গেলো এক জওয়ানের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) শ্রীগঙ্গানগরের (Sri Ganganagar) রায়সিংহ ঙ্গরে শনিবার সেনার একটি ট্রাক পাল্টি খায়। শোনা যাচ্ছে যে, রাস্তায় বড় গর্ত থাকার কারণে চালক গাড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে আর ট্রাকে সওয়ার চার জওয়ান আহত হয়েছেন।

দুর্ঘটনা এতটাই ভয়ানক ছিল যে, এক জওয়ানের পা কেটে বাদ দিতে হয়েছে এবং এক জওয়ানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সমস্ত আহত জওয়ানদের হাসপাতালে শিফট করা হয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁদের অবস্থা সঙ্কটজনক দেখে তাঁদের গঙ্গানগরে রেখার করে দেওয়া হয়।

ঘটনার খবর পেতেই রায়সিং নগরের বিএসএফ ক্যাম্পের সিইও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনায় জওয়ান অঙ্কুর কুমার, হাবিলদার মুরালা, নায়েক সত্যেন্দ্র কুমার গুপ্তা, হন্সরাজ যাদব আহত হন। দুর্ঘটনায় সত্যেন্দ্রের ডান পা বাদ গেছে আর হাবিলদার মুরালার মাথায় আঘাত লেগেছে।

X