মৃত্যুর পর এবার নিখোঁজের খবর, রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয় যুবক গায়েব, চিন্তিত দিল্লি

বাংলা হান্ট ডেস্ক: দু’বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এই যুদ্ধে কিছুদিন আগেই প্রাণ হারান ভারতের (India) এক নাগরিক। সেইসময় মস্কোকে কড়া বার্তা প্রদান করে দিল্লি। এমনকি ওই সময় রুশ সেনাবাহিনীতে নিযুক্ত সকল ভারতীয়দের দেশে ফেরানোর নির্দেশ দেয়। কিন্তু দিন কয়েক পেরোতে না পেরোতেই ফের দুঃসংবাদ। এবার রুশ সেনাবাহিনীতে যুক্ত এক ভারতীয় নাগরিক নিখোঁজ। আর এমন নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লি।

রুশ সেনায় নিযুক্ত ভারতের (India) নাগরিক নিখোঁজ:

কিছুদিন আগে কেরলের বাসিন্দা যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারান তিনি টাকার প্রলোভনে পড়ে রাশিয়ায় গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তাঁকে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়। আর এবার যে ভারতের (India) নাগরিক নিখোঁজ হয়েছেন, তিনিও টাকার লোভে বিদেশে পাড়ি দিয়েছিলেন। জানা যায়, মোটা মাইনের চাকরি পাওয়ার আশায় বিদেশে পাড়ি দিয়েছিলেন উত্তর কাশ্মীরের কর্ণার বাসিন্দা বছর ২৭-র জাহরুর শেখ। রাশিয়ায় গিয়ে ফেঁসে যান তিনি।

An India citizen missing in Russsia

জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর জাহরুর ফোন করে পরিবারকে জানান যে তাঁর চাকরি জোটেনি। কিন্তু তাঁকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দিতে হচ্ছে। আর তার জন্য তিন মাসের প্রশিক্ষণ চলবে। সেই থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি জাহরুর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাহরুরের মতোই আরও অন্তত ১৬ জন ভারতের (India) নাগরিক আছেন যারা রাশিয়ায় চাকরির খোঁজে গিয়ে নিখোঁজ। আর এমন ঘটনায় ভারতীয় কর্তাদের একাংশ মনে করছেন, এই নিখোঁজদের মধ্যে প্রায় অধিকাংশই সকলে মোটা মাইনের চাকরির লোভে রাশিয়ায় গিয়েছিলেন। আর সেখানে গিয়ে ফাঁদে পড়ে রুশ বাহিনীতে যুক্ত হতে হয় তাঁদের।

আরও পড়ুনঃ সাম্প্রতিক এই ঘটনাতেই বিশ্বে হু হু করে কমল অক্সিজেন! বিজ্ঞানীরা যা বললেন….জানলে উড়বে ঘুম

জাহরুর বাবা আমিন শেখ জানিয়েছেন, চণ্ডীগড় থেকে স্নাতক স্তরে পড়াশোনা করে তাঁর ছেলে কাজের জন্য একটি সংস্থায় যুক্ত হয়। সেখানে প্রতিমাসে মাইনে ছিল ৩০ হাজার টাকা। কিন্তু, ২০২৩ সালে জাহরুর এক মহিলা সহ কয়েকজন এজেন্টের ফাঁদে পড়ে যান। সেই এজেন্টের তরফ থেকে লোভ দেখিয়ে বলা হয়, ভারতে যে মাইনে এক বছরে পাওয়া যায়, সেই মাইনে এক মাসে মিলবে বিদেশে গেলে। জাহরুর সেই আশায় বিদেশে পাড়ি দেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তাঁকে রুশ সেনায় নিয়োগ করা হয়েছে। তারপর থেকে ছেলের আর কোন খোঁজ পাননি আমিন শেখ।

আরও পড়ুনঃ  নতুন বছরেই দুর্দান্ত খবর! এবার দ্বিগুণ হবে দার্জিলিং সফরের মজা! কেন জানেন?

জানা গিয়েছে, জাহরুরের পরিবার একাধিক বার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি দিল্লি গিয়েও মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দেখাও করেছেন শুধুমাত্র ছেলের খোঁজ পাওয়ার আশায়। মস্কোয় থাকা ভারতীয় (India) দূতাবাসেও ছেলের খোঁজ নিয়েছেন। তবে সব জায়গা থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে তাঁদের। বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ সেনায় ১২৬ জন ভারতীয়ের যোগ দেওয়ার তথ্য সামনে এসেছে। তবে এর মধ্যে ৯৬ জন ভারতীয় দেশে ফিরে এসেছেন। আর এখনও পর্যন্ত নিহত হয়েছেন ১২ জন। তবে যুদ্ধক্ষেত্রে থেকে যাওয়া ১৮ জনের মধ্যে দু’জন এখনও বেঁচে আছেন বলে মনে করছে বিদেশ মন্ত্রক। তবে এর মধ্যে ১৬ জনের কোনও খবর মেলেনি। আর এই নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লি।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর