উত্তেজনা ছড়াল ভারত নেপাল সীমান্তে, নেপাল পুলিশের গুলিতে নিহত এক ভারতীয়

বাংলাহান্ট ডেস্কঃ উত্তপ্ত হয়ে রয়েছে যোগীরাজ্যের উত্তরপ্রদেশ নেপাল (nepal) সীমান্ত। নেপাল পুলিশের গুলিতে বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়। সশস্ত্র জওয়ান সহ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিয়ারট পুলিশবাহিনীও।

সূত্রের খবর, রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে নেপালের বেলোরি বাজারে যাওয়ায় সেখানেই নেপাল পুলিশের চালানো গুলিতে মারা যান বছর ২৬ -এর গোবিন্দ সিংহ। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু- গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ। তাদের মধ্যে থেকে একজন কোনরকমে ভারতে পালিয়ে এলেও, এখনও অবধি একজনের খোঁজ পাওয়া যায়নি।

image 399046 1614925069

আচমকা এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে যোগীরাজ্যের উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত। পালিয়ে ভারতে আসা যুবককে জিজ্ঞাসাবাদ করছে যোগীরাজ্যের পুলিশ। কেন তাদের উপর গুলি চালাল নেপাল পুলিশ, সেবিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় উত্তেজিত গ্রামবাসিদের শান্ত করতে সেখানে সশস্ত্র জওয়ানদের পাশাপাশি বিরাট পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর