বড় ছেলে রেলে চাকরি করেও তাকে দেখেন না! বৃদ্ধা মায়ের কান্না শুনে বিরাট নির্দেশ বিচারপতি গাঙ্গুলির

বাংলা হান্ট ডেস্কঃ চলছে সওয়াল-জবাব ! হঠাৎই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে হাজির এক বৃদ্ধা। হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বিচারপতিকে জানান, তার বড় ছেলে ভালো চাকরি করেও তাকে দেখেন না। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কাঁচরাপাড়ার বাসিন্দা ওই মহিলার নাম স্বপ্না কর্মকার।

তার কোনো মামলা চলছিল না। হঠাৎই আদালতে এসেছে হাজির হন বৃদ্ধা। নিজের দুর্দশার কথা ব্যক্ত করে বৃদ্ধা আদালতে জানান, তার দুই ছেলে। ছোট ছেলে রিকশা চালিয়ে বহু কষ্টে তার দেখাশোনা করে। বিচারপতির প্রশ্নে বৃদ্ধা জানায় বড় ছেলে শিয়ালদহে রেলে কর্মরত। কিন্তু তার দেখভাল তো করেই না উপরন্তু বাড়িও বিক্রি করে দিয়েছেন।

   

বছর ৬৮ এর ওই বৃদ্ধার সমস্ত অভিযোগ মন দিয়ে শোনেন বিচারপতি। এরপরই বৃদ্ধার বড় ছেলের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রথমে বৃদ্ধাকে তিনি ছেলেকে আদালতে নিয়ে আসার জন্য বলেন।

আরও পড়ুন: হাতে মাত্র দুদিন! বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল, কোথায় কোথায় বৃষ্টি হবে?

যদিও পরে নির্দেশ বদল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বছর ৬৮ এর ওই বৃদ্ধার শারীরিক অসুস্থতার জন্য রেজিস্ট্রার জেনারেলকে বৃদ্ধার বড় ছেলেকে খবর পাঠাতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

high court

আরও পড়ুন: ‘পার্থর পর এবার আমাকেও তাড়িয়ে দেবে অভিষেক…’, CBI হানা দিতেই বিস্ফোরক ফিরহাদ

নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, বৃদ্ধার বড় ছেলেকে মঙ্গলবারই আদালতে আসার বার্তা পৌঁছে দিতে। প্রয়োজনে পুলিশ দিয়ে বৃদ্ধার ছেলেকে আদালতে আনার নির্দেশ দেন বিচারপতি। বিচারপতির বৃদ্ধার সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করারও আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সেই সময় বৃদ্ধাকেও আদালতে থাকতে বলেন বিচারপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর