বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) সঙ্গে অন্ধকার জগতের (Underworld) বহু পুরনো যোগাযোগ। বছরের পর বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আসছে কুখ্যাত সব গ্যাংস্টাররা। আগেকার দিনে একাধিক অভিনেত্রীর সঙ্গে গ্যাংস্টারদের সম্পর্কের গল্প কারোর অজানা নয়। এখন সে দৌরাত্ম্য অনেকটা কমলেও একবার গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) পড়েছিলেন তাদের খপ্পরে!
এই ঘটনা ২০১৫ সালের। রবি পূজারী নামে এক ডনের নিশানায় এসে পড়েছিলেন অরিজিৎ সিং ও তাঁর ম্যানেজার তারসেন। গায়কের কাছে ৫ কোটি টাকা চেয়েছিলেন ওই ডন। এত কম সময়ে ওই পরিমাণ টাকা জোগাড় করা সম্ভব নয়, অরিজিতের ম্যানেজার একথা জানাতে ডন পালটা দাবি করেছিলেন, বিনামূল্যে কয়েকটা শো করে দিতে হবে অরিজিৎকে।
এই ঘটনাটা যখন ঘটছে তখন গায়ক আমেরিকায় ছিলেন। এক সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি বলেন, এক প্রোমোটারের সঙ্গে তাঁদের কথা হয়েছিল যে কিনা বারবার কম বাজেটে শো করানোর চেষ্টা করছিল। ওই প্রোমোটারের সঙ্গেই অন্ধকার জগতের ভাল যোগাযোগ ছিল।
অরিজিৎ জানান, তিনি স্টুডিওতে থাকলে কারোর ফোন ধরেন না। তাই ডন রবি পূজারী অরিজিৎকে না পেয়ে উত্যক্ত করতেন তাঁর ম্যানেজারকে। বারবার হুমকি আর চাপ আসতে থাকায় ভয় পেয়ে ম্যানেজার তারসেন সবটা জানান অরিজিৎকে। পুলিসে অভিযোগও জানানো হয়।
তবে গায়ক বলেন, তিনি রবি পূজারীকে চেনেন না। সরাসরি কোনো টাকা দেওয়ার হুমকিও পাননি। শুধু তাঁকে বলা হয়েছিল, বিনা পারিশ্রমিকে কয়েকটা শো করতে। অরিজিতের কথায়, তিনি অত টাকা রোজগারও করেন না যে দিতে পারবেন।
যদিও পরবর্তীকালে পুলিসের তরফ থেকে জানানো হয়েছিল, কোনো এফআইআর দায়ের করেননি অরিজিৎ। শুধু স্টেশন ডায়েরি এনট্রি করে রেখেছিলেন। গায়ক বলেছিলেন, তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা ওই প্রথম।
সমস্ত অনুষ্ঠানের আয়োজকরাই টাকা কামাতে চান। কিন্তু রবি পূজারীর নাম জুড়ে যাওয়ায় বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছিল। পুরোটাই ব্যবসার অংশ বলে মন্তব্য করেছিলেন অরিজিৎ।