‘এটা পঞ্জাব, ভারত নয়’, মুখে তেরঙ্গা আঁকা তরুণীকে স্বর্ণমন্দিরে ঢুকতে বাধা! তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : খালিস্তান দাবি নিয়ে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে এক তরুণীকে স্বর্ণমন্দিরে ঢুকতে বাধা দেওয়া হল। গালে ভারতের জাতীয় পতাকা আঁকা (India Flag Painted On Face), সেই অবস্থাতেই পাঞ্জাবের স্বর্ণমন্দিরে (Golden Temple) ঢুকতে চেয়েছিলেন ওই তরুণী। কিন্তু মন্দিরে ঢোকার অনুমতিই পেলেন না তিনি! এরপরই ওই ঘটনা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া।

বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে তরুণীকে ঢুকতে দেওয়া হল কেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীকে মন্দিরের গেটেই আটকে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এটা পাঞ্জাব’। অন্য এক যুবক সেই নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করেন, ‘এটা ভারত নয়?’ বারবার এই প্রশ্নের উত্তরে ওই রক্ষীকে নেতিবাচক মাথা নাড়তে দেখা গিয়েছে।

খলিস্তানের দাবি নিয়ে আন্দোলন চলছে পাঞ্জাবে। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননা করতেও দেখা গেছে। এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়ল স্বর্ণমন্দিরেও। গালে জাতীয় পতাকা আঁকা থাকায় মন্দিরের ভেতর ঢুকতেই দেওয়া হল না ওই তরুণীকে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছে মন্দির কর্তৃপক্ষ। এসজিপিসির সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়াল জানান, ‘এটি একটি শিখ মন্দির। প্রতিটি ধর্মীয় স্থানের নিজস্ব সাজসজ্জা রয়েছে। আমরা সবাইকে স্বাগত জানাই। কেউ যদি খারাপ ব্যবহার করে থাকেন তবে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে ওই তরুণীর মুখে যেটা ছিল সেটা আমাদের জাতীয় পতাকা নয়, কারণ এতে অশোকচক্র ছিল না। এটা একটা রাজনৈতিক পতাকা হতে পারে।’

অমৃতসরের কাছে আটারি-ওয়াঘা সীমান্তে হয় ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান। সীমান্ত রক্ষী বাহিনী-র সেই বর্ণাঢ্য কুচকাওয়াজ দেখতে ভিড় জমান বহু মানুষ। এদের মধ্যে অনেকেই গালে তেরঙ্গার আদলে ছাপ এঁকে দেখতে যান ওই অনুষ্ঠান। স্থানীয় প্রশাসনের অনুমান, এই তরুণীও ‘বিটিং দ্য রিট্রিট’-এ যাচ্ছিলেন। তার আগে স্বর্ণ মন্দিরে যান তিনি। অবশ্য এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি প্রশাসন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর