এখন ভারতের (India) অনেকেই আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra) সোশ্যাল মিডিয়ার পোস্ট প্রচন্ড গুরুত্ত্ব দেয়, আর ওনার পোস্টের কতটা প্রশংসা হয় তা প্রায় সবার জানা! কিছুদিন আগে মাটির ওপরে বসে কতগুলি বাচ্ছা ছেলে ক্যারাম খেলছে এমন একটি ছবি পোস্ট করেছিলেন আনন্দ মাহিন্দ্রা৷
যদিও সেটি গত বছরের রেডিট ব্যাকে ছবিটি পোস্ট করা হয়েছিল, পাঁচটি শিশু একটি মাটির ক্যারাম বোর্ডে কী ভাবে বোতলের ছিপি গুলিকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে কী ভাবে খেলছে তা দেখানো হয়েছে৷ ওই শিশুগুলির সৃজনশীলতায় মুগ্ধ হয়েছেন মাহিন্দ্রা এবং প্রশংসা করে তিনি লিখেছেন, এক অনুপ্রেরণামূলক ছবি, ভারতে দারিদ্রতার এক অবিশ্বাস্য প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি৷
What an inspiring photo to see in my #whatsappwonderbox this morning. Incontestable evidence that India has zero poverty of imagination… pic.twitter.com/WYYu1ohX84
— anand mahindra (@anandmahindra) October 11, 2019
যদিও আমরা সকলেই জানি যে এই সমস্ত ছবিগুলির সত্যিই কোনও জীবন নেই, সাধারণত হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এগুলি আমরা প্রায়ই দেখে থাকি, যদিও এগুলি আমরা কখনও কখনও শুধুমাত্র শেয়ার করি এবং কোনও কমেন্ট করেই ছেড়ে দিই৷ কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে যেভাবে মাহিন্দ্রা সেই সমস্ত ছবি গুলিকে জীবন্ত দলিল করে তুলেছেন তা সত্যিই যেন প্লাস্টিকের বোতল গুলিকে ধাতব বোতল ব্যবহারের সঙ্গে তুলনা টেনেছেন৷
চলতি বছরে জুলাই মাসে কে এম এম ই টি স্কলারশিপ নির্বাচনের সময় আনন্দ মাহিন্দ্রা একটি সভা রুমের ছবি শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল একটি মিটিং রুমে প্রত্যেকের কাছে প্লাস্টিক বোতল আছে৷ ঠিক সে ভাবেই এই মাটির ক্যারাম বোর্ডের মধ্যে বাচ্চাদের ক্যারম খেলার মিল পেয়েছেন তিনি৷