গণেশ চতুর্থীর আগে থেকেই শুরু হয়ে যায় লালবাগচা রাজাকে সাজানোর তোড়জোড়। মুম্বাই জুড়ে বিরাট খ্যাতি লালবাগচা রাজার গণেশ পুজো। বৃহস্পতিবার সেই রাজার সামান্য ঝলক দেখা যায়। আর এবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিঘ্নহর্তা গণপতিকে বিশেষ অর্ঘ্য নিবেদন করলেন আম্বানির ছোট রাজকুমার অনন্ত আম্বানি (Ananta Ambani)। লাল বাগচার মূর্তিতে ২০ কেজির সোনার মুকুট দিলেন। এই মুকুটের দাম আকাশছোঁয়া!
তথ্যসূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের লাল বাগচার গণেশ পূজার সাথে অনন্ত আম্বানি (Ananta Ambani)আজ দীর্ঘদিন ধরে জড়িত। প্রতিবছর তাকে ঠিক এই সময় এই পুজোতে দেখা যায়। গণেশ চতুর্থীর একাধিক অনুষ্ঠানে, নিয়মে তদারকি পর্যন্ত করতে দেখা যায়। এমনকি গিরগাঁও চৌপট্টি বিচে গণপতি বিসর্জনে সামিল থাকেন তিনি। গত ১৫ বছর ধরে অনন্ত আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশন এর সাথে জড়িত।
নানাভাবে এই পুজো কমিটিকে সাহায্য করে থাকে রিলায়্যান্স ফাউন্ডেশন। এমনকি পুজোতে আর্থিক দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও বিশেষ খেয়াল রাখেন তারা। করোনার মত অতি মহামারীর সময় যখন আর্থিক সমস্যা সৃষ্টি হয় তখনও পর্যন্ত এগিয়ে এসেছিলেন অনন্ত আম্বানি।
অনন্ত আম্বানি (Ananta Ambani) দিলেন সোনার মুকুট
আর এবছর গণেশ চতুর্থীতে লালবাগচা রাজাকে ২০ কেজি সোনার মুকুট দিয়েছেন অনন্ত অম্বানী এবং রিলায়েন্স ফাউন্ডেশন। তথ্যসূত্রে জানা গিয়েছে, এই মুকুটের দাম ১৫ কোটি টাকা। সিদ্ধিদাতার পুজোর দিন সিদ্ধি লাভ করলেন আম্বানি পুত্র। সমাজ মাধ্যমে, লাল বাগচার গণপতির ছবি বেশ ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে মেরুন পোশাকে সেজে উঠেছে বাবা। আর সেখানেই নজর কেড়েছে এই মুকুট। তথ্য সূত্রে জানা যায়, বিগত দুমাস সময় লেগেছে এই মুকুট তৈরি করতে।
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, এবছর এই কমিটির তরফ থেকে সম্মান জানাতে অনন্তকে সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ অ্যাডভাইসার হিসাবে কমিটিতে সম্মানপদ পেয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, আম্বানি (Ananta Ambani) পরিবারের সকলেই ঈশ্বর বিশ্বাসী। বিভিন্ন আধ্যাত্মিক কাজে যুক্ত থাকতে দেখা যায় আম্বানি পরিবারের প্রতিটি সদস্যকে।