বাংলাহান্ট ডেস্ক: ‘কাস্টিং কাউচ’ (Casting Couch) শব্দটার সঙ্গে এখন বহুল পরিচিত সকলে। বলিউডের দৌলতে এই কাস্টিং কাউচের কথা অনেকবারই উঠে এসেছে সংবাদ শিরোনামে। কিন্তু টলিউডেও কাস্টিং কাউচ! তার আবার শিকার হলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)! ব্যাপারটা কী?
অতি সম্প্রতি শোনা গিয়েছিল, ফের বড়পর্দায় ফিরছেন অনন্যা। ফিল্ম ক্যামেরার সামনে ফিরে উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। এর মাঝেই হঠাৎ এমন অভিযোগ! তবে চিন্তার কারণ নেই। বাস্তবে নয়, অনন্যা এমন অভিযোগ করেছেন পর্দায়। এটাই যে তাঁর আসন্ন ছবির গল্প।
তন্বী চৌধুরীর পরিচালনায় ‘দ্য বেঙ্গল লাইমলাইট’ নামে একটি তথ্যচিত্রে অভিনয় করছেন অনন্যা। এ গল্প সেখানকারই। ছবিতেও অনন্যার চরিত্রটি একজন অভিনেত্রীর, নাম সহজ। বিনোদুনিয়ায় কাস্টিং কাউচের মতো বিতর্কিত ঘটনা নিয়েই তৈরী হতে চলেছে এই তথ্যচিত্রটি।
তাঁকে কুপ্রস্তাব যিনি দেবেন তিনিও কিন্তু ইন্ডাস্ট্রিরই মানুষ। মুম্বই এবং বাংলার নামী অনিমেষ বাপুলি নিজের চরিত্রেই রয়েছেন এই ছবিতে। ইতিমধ্যেই গড়িয়াহাট অঞ্চলে ছবির বেশ কিছুটা অংশের শুটিং হয়ে গিয়েছে বলে খবর। নিজের চরিত্রটি নিয়েও বেশ সিরিয়াস অনন্যা।
বলিউডে বহুবার নামী পরিচালক, প্রযোজক এবং কাস্টিং ডিরেক্টরদের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনা হয়েছে। তাঁরা উঠতি অভিনেত্রীদের কাজের বদলে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। পরিচালক তন্বী এবং কাস্টিং ডিরেক্টর অনিমেষ জানান, তাঁরাও এই ধরনের ঘটনার কথা শুনেছেন। তবে শুধু বলিউডে নয়, টলিউডেও এমন ঘটনা ঘটে বলে তাঁরা শুনেছেন।
অনন্যাকে বাস্তব জীবনে কখনো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে কর্মজীবনে? অভিনেত্রী জানান, তাঁকে কখনো এমন কুপ্রস্তাব দেওয়ার সাহস হয়নি কারোর। কিন্তু কাস্টিং কাউচের অস্তিত্ব যে আছে সেটা জানেন তিনিও।
তবে শুধু এই ছবিটি নয়। পরিচালক সুমন মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘পুতুল নাচের ইতিকথা’য় দেখা যাবে অনন্যাকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। খুশির খবর নিজেই শেয়ার করেছেন অনন্যা।
এই নিয়ে দীর্ঘ ছয় বছর পর সিনেমায় ফিরলেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে তিনি জানান, এত দিন পর সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব ভাল লাগছে তাঁর। আবিরের সঙ্গে প্রথম শটটা দিতেই দারুন সন্তুষ্ট লাগছিল। দৃশ্যটা একটু কঠিন হলেও একবারেই শট ওকে হয়ে যায়।